
গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। এবার ভারতীয় দল যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তাহলে কি ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নেবেন এই ত্রয়ী? সেই জল্পনা উস্কে দিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটের নানা বিষয়ে মন্তব্য করেন আকাশ। তিনি এবার বিরাট-রোহিত-জাডেজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করলেন। আকাশের দাবি, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলবেন না ভারতের এই তিন তারকা ক্রিকেটার। তার আগেই তাঁরা অবসর ঘোষণা করে দেবেন।
জল্পনা উস্কে দিলেন আকাশ
আকাশ বলেছেন, ‘আমার হৃদয় ভারী হয়ে যাচ্ছে। জোরালো সম্ভাবনা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বছর আরও এক আইসিসি ইভেন্ট আছে। তা হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আমরা সেখানে পৌঁছতে পারিনি। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা সেখানে খেলবে না। তারপর পরবর্তী আইসিসি ইভেন্ট আগামী বছরের টি-২০ বিশ্বকাপ। কিন্তু এই তিন ক্রিকেটার সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছে। ফলে ওরা সেই টুর্নামেন্টেও খেলবে না। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ হবে। তার এখনও দেরি আছে। ২০২৭ সালে পৃথিবী অনেক বদলে যাবে। আমার মনে হয়, এই তিন ক্রিকেটারের মনে হতে পারে, এবারই ওরা শেষবার আইসিসি টুর্নামেন্টে খেলছে।’
কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ত্রয়ী?
বিরাট ও জাডেজার বয়স এখন ৩৬ বছর। রোহিতের বয়স এখন ৩৭ বছর। এই তিন ক্রিকেটার প্রায় দেড় দশক ধরে ভারতীয় দলের ভরসা। দীর্ঘদিন ধরে আইসিসি ট্রফি জিততে না পারা নিয়ে তাঁদের আফশোস ছিল। গত বছর টি-২০ বিশ্বকাপ জিতে সেই আফশোস দূর করেছেন বিরাট-রোহিত-জাডেজা। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই তাঁদের লক্ষ্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফরম্যান্সই তাঁদের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'নিজেকে নতুন করে গড়ছি,' চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে প্রতিক্রিয়া জসপ্রীত বুমরার
স্ত্রী-সন্তানদের দেশে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে হবে, বিরাট-রোহিতদের জন্য নয়া নিয়ম
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে বাংলাদেশ, ভারতের মুখোমুখি হওয়ার আগেই হুঙ্কার শান্তর