AFG vs ENG: হাড্ডাহাড্ডি ম্যাচে ঐতিহাসিক জয় আফগানিস্তানের, ইংল্যান্ড পরাজিত ৮ রানে

Subhankar Das   | AFP
Published : Feb 26, 2025, 10:46 PM ISTUpdated : Feb 27, 2025, 01:59 AM IST
ICC Champions Trophy 2025

সংক্ষিপ্ত

২২ গজে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) ইতিহাসে অন্যতম স্মরণীয় একটি ম্যাচ। ইংল্যান্ডকে ৮ রানে হারাল আফগানিস্তান (Afghanistan vs England Live Today)। 

যে লড়াই অনুপ্রাণিত করবে অনেককেই। নিঃসন্দেহে ম্যাচ পেন্ডুলামের মতো এদিক থেকে ওদিকে দুলেছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ রিডিং ধরে রাখা এবং লাগাতার চেষ্টা, যা দেখে আফগানদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা যে আফগানিস্তানের আছে, তা এদিনের পর প্রমাণিত।

এক কথায় চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইতে দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচ। যদিও এদিনের ম্যাচ জমে উঠেছিল একেবারে প্রথম ইনিংস থেকেই। টসে জিতে বুধবার, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। তবে শুরুতেই গুরবাজের উইকেট হারায় তারা। মাত্র ৬ রানে ফিরে যান তিনি।

কিন্তু হাল ধরেন ইব্রাহিম জাদরান। ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। স্মার্ট ক্রিকেটীয় ইনিংস। সেইসঙ্গে, অধিনায়ক শাহিদির সংগ্রহে ৪০ রান, আজমাতুল্লাহর ঝুলিতে ৪১ রান এবং নবি করেন ৪০ রান। নির্ধারিত, ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে আফগানিস্তান।

মাঝে তাদের যে অবস্থা হয়ে গেছিল, সেই জায়গা থেকে তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন ইব্রাহিম। বলা চলে, একেবারে উইকেটে পড়ে থেকে দলকে সার্ভিস দিয়ে গেলেন।

 

 

ওদিকে ব্রিটিশদের হয়ে ৩ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার, ২টি উইকেট পেয়েছেন লিভিংস্টোন এবং ১টি করে উইকেট পেয়েছেন জেমিয়ে ওভারটন এবং আদিল রশিদ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপাকে পড়ে ইংল্যান্ড। বেন ডাকেট করেন ৩৮ রান। কিন্তু ইংল্যান্ড যখন কিছুটা বিপদসংকুল অবস্থায় দাঁড়িয়ে, তখনই ত্রাতা হয়ে অবতীর্ণ হন জো রুট। খেলেন ১২০ রানের অসাধারণ ইনিংস। কিন্তু তিনি ছাড়া আর কেউ সেইভাবে  জ্বলে উঠতে পারলেন না। যদিও হ্যারি ব্রুকের ২৫ রান এবং অধিনায়ক জস বাটলারের ৩৮ রান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই ম্যাচের জন্য।

কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, আফগান বোলাররা সঠিক সময়ে উইকেটগুলি তুলতে থাকেন। নিচের দিকে নেমে জেমিয়ে ওভারটন গুরুত্বপূর্ণ ৩২ রান যোগ করেন। একটা সময় মনে হচ্ছিল যে, হয়ত ইংল্যান্ড ম্যাচ বের করে নিতে পারে। কিন্তু পরক্ষণেই আবার উইকেট। আসলে এই ম্যাচে ইংল্যান্ডের থেকেও আফগানিস্তানের ম্যাচ রিডিং অনেক ভালো ছিল। আর তাই চাপের মুখে পড়ে তাড়াহুড়ো করে ব্যাট চালিয়ে উইকেট দিয়ে এলেন ইংল্যান্ড ব্যাটাররা।

৪৯.৫ ওভারে, ৩১৭ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। আফগানদের হয়ে ৫ উইকেট একাই নেন আজমাতুল্লাহ ওমারজাই। যার মধ্যে গুরুত্বপূর্ণ জো রুটের উইকেটটিও আছে। অর্থাৎ, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এমন একজনকেই তুলে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বাটলারের উইকেটটিও তিনিই নেন। এছাড়াও ২টি উইকেট পেয়েছেন মহম্মদ নবি এবং ১টি করে উইকেট পেয়েছেন ফারুক, রশিদ খান এবং গুলবাদিন নাইব।

শেষপর্যন্ত, আফগানিস্তান জয়ী ৮ রানে এবং ম্যাচের সেরা ইব্রাহিম জাদরান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে