ICC Champions Trophy: সমস্ত জল্পনার অবসান! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল ভারত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে (ICC Champions Trophy) সামনে রেখে ঘোষণা করল ভারত।

জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শনিবার, রোহিত এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলন করে ভারতীয় দল (ICC Champions Trophy 2025 Indian Team Announcement) ঘোষণা করেন।

এবার ভারতের একদিনের দলে প্রথমবারের জন্য ডাক পেলেন যশস্বী জয়সওয়াল। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ়ে অভিষেক হতে পারে তাঁর।

Latest Videos

শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে একবার দেখে নেওয়া হতে পারে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রোহিতের সঙ্গে ওপেন করার জন্য শুভমন গিলও রয়েছেন। তিনি আবার দলের সহ-অধিনায়কও। অন্যদিকে, তৃতীয় ওপেনার হিসেবে থাকবেন যশস্বী।

আর তিন নম্বরে খেলার জন্য রয়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গে, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের মতো ব্যাটারকেও দলে রাখা হয়েছে। ওদিকে উইকেটরক্ষক হিসেবে দলে ঋষভ পন্থও রয়েছেন। তবে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রাহুলের উপরই ভরসা রাখছে বিসিসিআই।

দেখা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে একাধিক অলরাউন্ডারকে নেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে রাখা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকেও। হার্দিক যেমন দলের তৃতীয় পেসারের ভূমিকা পালন করতে পারবেন, ঠিক তেমনই জাদেজা এবং অক্ষরকে সামলাতে হবে স্পিনারের দায়িত্ব। তাছাড়া সুযোগ পেতে পারেন ওয়াশিংটনও।

ওদিকে বোলারদের মধ্যে স্পিনার হিসেবে রয়েছেন শুধু কুলদীপ যাদব। এছাড়া তিনজন পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে ভারত। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং আর্শদীপ সিংহের উপর নজর থাকবে। প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। ভারত গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। ভারতের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। তবে বাকি দলগুলির ম্যাচ খেলা হবে পাকিস্তানের মাটিতেই।

আর ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও হবে দুবাইতেই। শুধু তাই নয়, ভারত ফাইনালে উঠলেও সেই ম্যাচ খেলা হবে সেখানে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল (Indian Team for Champions Trophy 2025): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়াল।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee বাঘ, শেয়াল না ইঁদুর ২৬-এর ভোটেই দেখা যাবে!’ মমতাকে তোপ Agnimitra Paul-এর
‘বাংলার চাকরিপ্রার্থীরা বঞ্চিত, উনি লন্ডনে মগ্ন!’ Mamata Banerjee-কে কটাক্ষ Adhir Ranjan Chowdhury-র
Nadia News: সামান্য কারণের জন্য নিষ্পাপ সারমেয়র সঙ্গে এইরকম করলো! প্রতিবাদে ফুঁসছে স্থানীয়রা
'হরিচাঁদ ঠাকুর না থাকলে ১ কোটি হিন্দু মুসলমানে পরিবর্ত হয়ে যেত'- মন্তব্য শুভেন্দু অধিকারীর
'রামনবমীর মিছিল বন্ধ করতে আসলে, ওদের ছুঁড়ে ফেলে দেব' ফের ফুল ফর্মে দিলীপ | Dilip Ghosh Latest News