Virat Kohli: ঘাড়ে চোট! রঞ্জি খেলবেন না বিরাট কোহলি? চূড়ান্ত ধোঁয়াশা তাঁকে ঘিরে

Published : Jan 18, 2025, 02:52 PM IST
ind vs Aus Brisbane test virat kohli breaks rahul dravid most runs records in australia

সংক্ষিপ্ত

রঞ্জি তাহলে খেলছেন না বিরাট।

শোনা যাচ্ছে, বিসিসিআই-কে সেই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন তিনি। যার মূল কারণ হিসেবে উঠে এসেছে ঘাড়ের চোট। তবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিনি চোট পেয়েছেন বলে এইরকম কোনও খবর নেই। তাহলে কেন হটাৎ রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি? এই নিয়েই এখন প্রবল জল্পনা চলছে ক্রিকেটমহলে।

প্রসঙ্গত, বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের জঘন্য পারফরম্যান্সের পরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তাদের। এরপর সেই মর্মে বৃহস্পতিবার নির্দেশিকাও জারি করে দেয় বিসিসিআই। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে নামতে হবে।

এমনকি, সেইমতো রঞ্জি ম্যাচের আগে মুম্বইয়ের সঙ্গে অনুশীলনও শুরু করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিকে দিল্লি থেকে রঞ্জি ট্রফির যে প্রাথমিক দল ঘোষণা করা হয়, সেখানে আবার বিরাট ও ঋষভের নাম রয়েছে।

ঋষভ পন্থ অবশ্য খেলবেন বলেই জানা যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি, সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ রয়েছে দিল্লীর। তার তিনদিন আগে রওনা দেবে পুরো দল। শুধু তাই নয়, ম্যাচের আগে দুটি প্র্যাকটিস সেশনও করবে দিল্লী। কিন্তু বিরাট কোহলির হঠাৎ করে চোট কখন এবং কীভাবে লাগল, তার কোনও সদুত্তর নেই।

তবে অনেকের মতে, অস্ট্রেলিয়ায় পঞ্চম টেস্ট চলাকালীনই চোট পান তিনি। ইনজেকশন নিয়েও নাকি খেলতে নেমেছিলেন। কিন্তু অপর একটি অংশ আবার মনে করছে, সেখানে কোনও চোটের ঘটনাই ঘটেনি। ফলে, রোহিত যখন রঞ্জির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তখন বিরাট কি তাহলে ঘরোয়া ক্রিকেটকে জাস্ট পাশ কাটিয়ে চলে গেলেন? সেই ধোঁয়াশাই এখন কাটছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা