
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (ICC Champions Trophy Final 2025) মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড (INDIA vs NEW ZEALAND)। কার্যত, হাইভোল্টেজ মঞ্চের হাইভোল্টেজ গেম। গুড ক্রিকেটের আশায় দর্শকরা।
চলতি প্রতিযোগিতায় টানা জিতে ফাইনালে পৌঁছেছে ভারত। আর উল্টোদিকে, একটি মাত্র ম্যাচই হেরেছে ব্ল্যাকক্যাপ্সরা। আর সেটিও গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধেই। কিন্তু এবার তো ফাইনাল। যে দল হারবে, তাদের স্বপ্ন শেষ। আর এই জায়গায় দাঁড়িয়েই লড়াই কার্যত হাড্ডাহাড্ডি।
ইতিমধ্যেই ভারতের ব্যাটিং লাইন-আপ বেশ পরীক্ষিত। সবথেকে বড় বিষয়, ওপেনিং থেকে মিডল অর্ডার, প্রতিটি ম্যাচেই কোনও না কোনও ব্যাটার দায়িত্ব নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসছেন। কখনও কখনও একাধিক ব্যাটারও সেই কাজটি করে দেখাচ্ছেন। আর টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ অনেকটাই বড়। স্বাভাবিকভাবেই, রান তোলার লোকও প্রচুর। অলরাউন্ডাররাও সঠিকভাবেই দায়িত্ব পালন করছেন।
ব্যাটিং বিভাগে রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার চলতি টুর্নামেন্টে রান পেয়েছেন। বিরাট কোহলি তো পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন। শুভমান গিলও বিরাটের মতো শতরান পেয়েছেন। অন্যদিকে, কেএল রাহুলও রানের মধ্যে ফিরে এসেছেন। সেইসঙ্গে, হার্দিক এবং অক্ষরও শেষদিকে বড় শট খেলে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যোগ করছেন।
অন্যদিকে, বোলিং বিভাগে স্পিনাররা রীতিমতো দাপট দেখাচ্ছেন। কুলদীপ থেকে বরুণ চক্রবর্তী, প্রত্যকেই ফর্মে আছেন। তাছাড়া জাদেজা এবং অক্ষরও উইকেট পাচ্ছেন। পেসার হিসেবে শামিও দুরন্ত কামব্যাক করেছেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেহেতু ক্রিকেট একটা টিম গেম, তাই সেইদিক দিয়ে দেখতে গেলে ভারতীয় ক্রিকেট দলের দলীয় সংহতি এবং বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্টই ইতিবাচক।
ফাইনাল জয়ের জন্য নিঃসন্দেহে এটি একটি অ্যাডভান্টেজ তো বটেই। তবে কিছু চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে। যেমন মিস ফিল্ড এবং ক্যাচ মিস। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। কারণ, ফিল্ডিং-এর দিক দিয়ে ব্ল্যাকক্যাপ্সরা মারাত্মক শক্তিশালী।
তাছাড়া শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের যে পারফরম্যান্স, তাতে তাদেরকে বাড়তি গুরুত্ব দেওয়া ছাড়া কোনও উপায় নেই। সেইসঙ্গে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, স্যান্টনার, ব্রেসওয়েল এবং উইলিয়ামও ম্যাচের রং যে কোনও সময়ে বদলে দিতে পারেন। ফলে, এই বিষয়গুলিকে মাথায় রেখেই এগোতে হবে ভারতকে।
আর দুবাইয়ের যা পিচ, তাতে রান তাড়া করেও যেমন জেতা সম্ভব। ঠিক তেমনই, আগে ব্যাট করে বড় রান তুলে নিয়ে ভালো বোলিং করলে, সেই ম্যাচ বের করা বিপক্ষ দলের জন্য বেশ কঠিন হয়ে যাবে। তবে বৃষ্টি কিংবা শিশির খুব একটা বড় ফ্যাক্টর হয়ে এখানে দাঁড়ায়নি। তাই বলা যেতেই পারে যে, ভালো একটি ক্রিকেট ম্যাচ অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।