CT 2025 Final: জমে উঠেছে ফাইনালের মঞ্চ, ২৫১ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস

Subhankar Das   | AFP
Published : Mar 09, 2025, 06:00 PM ISTUpdated : Mar 09, 2025, 06:13 PM IST
IND vs NZ

সংক্ষিপ্ত

চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। 

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে (ICC Champions Trophy 2025 Final) মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)। সেই ম্যাচেই আগে ব্যাট করে ২৫১ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস।

টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা। তবে শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল তাদের ইনিংস।

বলা ভালো, যখন তারা একটু একটু করে খেলাটা ধরার চেষ্টা করছেন, তখনই আঘাত হানে ভারত। ওপেনার উইল ইয়ং করেন ১৫ রান এবং রাচিন রবীন্দ্রর ঝুলিতে ৩৭ রান। নিউজিল্যান্ডের উইকেট তুলে নিয়ে প্রথম ডেডলক ভাঙেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।

অন্যদিকে, কেন উইলিয়ামসন করেন মাত্র ১১ রান। তবে ড্যারিল মিচেল গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। স্কোরবোর্ডে প্রয়োজনীয় ৬৩ রান যোগ করেন তিনি। তবে এদিন ভারতীয় বোলিং লাইন-আপের দাপটে রান তোলার গতি অনেকটাই কমে যায় ব্ল্যাকক্যাপ্সদের।

তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলি তুলে নেন টিম ইন্ডিয়ার বোলাররা। অপরদিকে ১৪ রান করেন টম ল্যাথাম। গ্লেন ফিলিপ্সের ঝুলিতে ৩৪ রান। সেইসঙ্গে নিচের দিকে নেমে ব্রেসওইয়েল ৫৩ রানের ইনিংস উপহার দেন এবং শেষপর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা। ২৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে