
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে ভারতীয় দলকে সমর্থন করছেন 'পাকিস্তানের দীপিকা' হিসেবে পরিচিত ক্রিকেটপ্রেমী ফরিয়াল ওয়াকার। তাঁর চেহারার সঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মিল আছে। এই কারণে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই যুবতী। তিনি পাকিস্তানি হলেও, এখন সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন। দুবাইয়ে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের দিকে নজর আছে ফরিয়ালের। তিনি আশা করছেন, রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল। পাকিস্তান এই টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে না পেরে গ্রুপে সবার শেষে থেকে ছিটকে গিয়েছে। তবে নিজের দেশ না থাকলেও, ভারতের জন্য গলা ফাটাচ্ছেন ফরিয়াল। তিনি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন। গ্যালারি থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের উৎসাহ দিচ্ছেন এই পাকিস্তানি।
ভারতের সমর্থনে 'পাকিস্তানের দীপিকা'
এক সাক্ষাৎকারে ফরিয়াল বলেছেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যেখানে ক্রীড়াসুলভ মানসিকতা দরকার হয়। সবাইকে ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিতে হয়। পাকিস্তান সেমি-ফাইনাল বা ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি তো কী হয়েছে? আমি সবসময় বলব, ক্রিকেটে সেরা দলই জয় পাক। ভারতীয় দল দুর্দান্ত খেলছে। গত ম্যাচগুলি দেখলে বোঝা যাবে, ওরা জেতার জন্য খেলছে।’
'ভারতই ট্রফি পাবে'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে এগিয়ে রাখছেন ফরিয়াল। তাঁর স্পষ্ট কথা, ‘ভারতই ট্রফি পাবে। ভারত ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। আমি নিশ্চিত, ফাইনালে পৌঁছে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। নিউজিল্যান্ডকে একবার হারিয়ে দিয়েছে ভারত। ফের হারানো কোনও ব্যাপারই না।’
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে ফরিয়ালের
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ এ-তে ভারত-নিউজিল্যান্ড ম্যাচও দেখতে গিয়েছিলেন ফরিয়াল। তাঁর এক গালে পাকিস্তানের জাতীয় পতাকার রং আঁকা ছিল এবং অন্য গালে ভারতের জাতীয় পতাকার রং আঁকা ছিল। স্টেডিয়ামের বাইরে তাঁর উচ্ছ্বাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতের ক্রিকেটপ্রেমীরা ফরিয়ালের প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।