
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় দল আইসিসি-র এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। ভারতীয় দল প্রথম দল হিসেবে তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। এতদিন ভারত ও অস্ট্রেলিয়া দু'বার করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। এবার অস্ট্রেলিয়াকে ছাপিয়ে গেল ভারতীয় দল। রবীন্দ্র জাডেজা বাউন্ডারি মেরে ভারতীয় দলকে জেতানোর পর প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় দলকে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডলে পোস্টে লিখেছেন, ‘একটি ব্যতিক্রমী খেলা এবং একটি ব্যতিক্রমী ফলাফল! আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘরে আনায় আমাদের ক্রিকেট দলের জন্য গর্বিত। তারা পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। আমাদের দলকে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য অভিনন্দন।’
ভারতের অসাধারণ পারফরম্যান্স
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র এবং উইল ইয়ং ৪৭ বলে ৫৭ রান যোগ করে ইনিংসের শুরুটা ভালো করেন। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী প্রথম ধাক্কা দেন। তিনি উইল ইয়ংকে ১৩ রানে আউট করেন। রবীন্দ্র ২৯ বলে ৩৭ রান করে আউট হন। কুলদীপ যাদব ভারতীয় দলকে একটি প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেন। ভারতীয় রিস্ট স্পিনার এখানেই থামেননি, তিনি কেন উইলিয়ামসনকেও ১৩ রানে আউট করেন। এই ডানহাতি কিউয়ি ব্যাটার আগের সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন। নিউজিল্যান্ড দ্রুত তিন উইকেট হারানোর পর গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেল জুটি গড়ে পঞ্চম উইকেটে ৮৭ বলে ৫৭ রান যোগ করেন। ফিলিপসকে ৩৪ রানে আউট করেন বরুণ। মিচেল ১০১ বলে ৬৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মাইকেল ব্রেসওয়েল ইনিংসের শেষে প্রয়োজনীয় ফিনিশিং টাচ দেন এবং কিউইদের ২৫১/৭-এর প্রথম ইনিংসের স্কোর গড়তে সাহায্য করেন। তবে ভারতকে হারানোর জন্য এই রান যথেষ্ট ছিল না।
রোহিতের অসাধারণ ইনিংস
২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দলকে অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুবমান গিল দারুণ শুরু এনে দেন। রোহিত প্রথম বল থেকেই কিউয়ি বোলারদের ওপর চড়াও হন এবং তাঁদের লাইন ও লেংথ নষ্ট করে দেন। রোহিত এই টুর্নামেন্টে তাঁর প্রথম অর্ধশতরান করেন এবং ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। শুবমানও মূল্যবান রান করেন এবং ৫০ বলে ৩১ রানের ইনিংস খেলেন। দারুণ শুরুর পর ভারতীয় দল ২০ রানের মধ্যে তিনটি দ্রুত উইকেট হারায়। বিরাট কোহলি মাত্র এক রান করে আউট হন। তবে শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুল প্রয়োজনীয় রান করে ভারতীয় দলকে শিরোপা জিততে সাহায্য করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।