শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম, দলকে চ্যাম্পিয়ন করার পর মন জয় বিরাটের

Published : Mar 10, 2025, 12:49 PM ISTUpdated : Mar 10, 2025, 01:26 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি মাঠে যতটা আগ্রাসী, মাঠের বাইরে ঠিক ততটাই বিনয়ী। রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পরেও একই ছবি দেখা গেল।

ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর মাঠেই সতীর্থ মহম্মদ শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিরাট কোহলি। এই তারকা ব্যাটার শামির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শামি ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ছবিও তোলেন। বিরাটের নেতৃত্বে জাতীয় দলের হয়ে খেলেছেন শামি। এখন রোহিত শর্মার নেতৃত্বে একসঙ্গে খেলছেন শামি ও বিরাট। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ বোলিং করেছেন শামি। বিরাটও দুর্দান্ত ব্যাটিং করেছেন। শামি প্রথমবার আইসিসি টুর্নামেন্ট জিতলেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ছিলেন শামির মা ও পরিবারের কয়েকজন সদস্য। ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁরা মাঠে নেমে শামির সঙ্গে এই জয়ের আনন্দ ভাগ করে নেন। তখনই পরিবারের সদস্যদের সঙ্গে বিরাটের আলাপ করিয়ে দেয় শামি। সতীর্থর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বিরাটের অনুরাগীরা তাঁর বিনয়ী আচরণের প্রশংসা করছেন।

ক্রিকেটারদের আবেগ ছুঁয়ে গেল পরিবারকেও

বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও রবিবার দুবাইয়ের গ্যালারিতে ছিলেন। ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন বিরাট। স্বামী-স্ত্রীর বিশেষ আবেগের মুহূর্ত দেখা যায়। ভারতের অধিনায়ক রোহিত শর্মার পরিবারও গ্যাালারিতে ছিল। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে যে পদক পান, তা মেয়ে সামাইরার গলায় পরিয়ে দেন রোহিত। আরও কয়েকজন ক্রিকেটারের পরিবারের সদস্যরা গ্যালারিতে ছিলেন। তাঁরাও আনন্দ উদযাপন করেন। যে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা দুবাইয়ে যেতে পারেননি, তাঁরা বাড়িতে বসেই আনন্দ করেন।

 

 

পরপর ২ বছর আইসিসি টুর্নামেন্ট জয় ভারতের

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। তবে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ এবং এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতল ভারত। ২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপেও খেলবেন রোহিত-বিরাট। তাঁরা এখনই ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম