
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh)।
এদিকে ম্যাচের আগেরদিন বুধবার সাংবাদিক বৈঠক করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু প্রেস কনফারেন্সে এসে বেশ কয়েকবার কাশলেন তিনি। মনে হল যেন, তাঁর ঠাণ্ডা লেগে গেছে।
অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে দুবাইতে। আর সেখানে গত ২ দিন বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। তবে শিশির পড়বে কি না, এখনই বলা যাচ্ছে না। অধিনায়কের কথায়, “শিশির পড়বে কি না বোঝা মুশকিল। ভারতের বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে দেখেছি ম্যাচের আগেরদিন শিশির পড়েছে। কিন্তু ম্যাচের দিন আবার পড়েনি। তাই ওটা নিয়ে বেশি ভাবতে চাইছি না। আকাশ যদি মেঘলা থাকে। তাহলে সেই অনুযায়ী খেলতে হবে এবং পরিকল্পনা সাজাতে হবে। যদি বল করার সময় আকাশ মেঘলা থাকে, তাহলে একরকম করে ভাবতে হবে। আবার ব্যাট করতে হলে অন্যরকমভাবে ভাবতে হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে দলকে।”
রোহিত (Rohit Sharma) আরও যোগ করেছেন, “দলে ২ জন স্পিনার রয়েছে আমাদের। আর বাকি ৩ জন অলরাউন্ডার। ওরা ব্যাট করতে পারে এবং সঙ্গে বোলিংটাও ভালো পারে। অনেক দলে তো পেসার-অলরাউন্ডার থাকে। তাদের তাহলে ৬ জন পেসার আছে বলতে হয়। আমাদের যেটা শক্তি, আমরা সেই অনুযায়ী দল গড়েছি।”
সবমিলিয়ে, মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল তাঁকে এবং তিনি একটি করে ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।