দুবাইয়ের আবহাওয়া কেমন থাকছে? ম্যাচে কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? পিচই বা কেমন আচরণ করবে?

Published : Feb 23, 2025, 01:15 PM ISTUpdated : Feb 23, 2025, 01:37 PM IST
India vs Pakistan records in Asia Cup history

সংক্ষিপ্ত

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। ম্যাচের সময় যত এগিয়ে আসছে তত উত্তেজনা বাড়ছে।

যে কোনও ক্রিকেট ম্যাচেই আবহাওয়া ও পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচে পিচ ও আবহাওয়া নিয়ে সবারই আগ্রহ থাকে। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও আগ্রহ রয়েছে। বৃষ্টি হবে কি না, সে বিষয়ে সবাই খোঁজ নিচ্ছেন। তবে আবহাওয়ার পূর্বাভাস ভালো খবরই দিচ্ছে। রবিবার দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ। ফলে ভালোভাবেই পুরো ম্যাচ হতে চলেছে। তাপমাত্রা বেশি থাকবে। তবে তাতে দুই দলের ক্রিকেটারদের উপর একইরকম প্রভাব পড়বে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।

দুবাইয়ের পিচ কেমন থাকবে?

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ কিছুটা মন্থর থাকতে পারে। বোলাররা পিচ থেকে সাহায্য পেতে পারেন। ম্যাচের শুরুতে পেসাররা বড় ভূমিকা পালন করতে পারেন। সন্ধের দিকে শিশির পড়তে পারে। ফলে যে দল পরে ব্যাটিং করবে, তারা সুবিধা পেতে পারে। এই ম্যাচে স্পিনারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। পাকিস্তানের চেয়ে ভারতীয় দলে ভালো মানের স্পিনারের সংখ্যা বেশি। এই কারণে ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

ছন্দ ধরে রাখার লক্ষ্যে ভারতীয় দল

বৃহস্পতিবার প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। সেই ম্যাচের শুরুতেই অসাধারণ পারফরম্যান্স দেখান মহম্মদ শামি, অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি ভারতের বোলাররা। রোহিত যদি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, তাহলে এদিনও ম্যাচের শুরুতেই ইমাম-উল-হক, বাবর আজমদের প্যাভিলিয়নে ফেরত পাঠাতে চাইবেন শামিরা। তবে ভারতীয় দল যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে বড় স্কোরের লক্ষ্যে থাকবেন রোহিত, শুবমান গিল, বিরাট কোহলিরা। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান করে ভারতীয় দলকে জেতান শুবমান। তিনি পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। গত কয়েক মাসে বড় ইনিংস খেলতে পারেননি বিরাট। রবিবার তিনি ফর্মে ফেরার চেষ্টা করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন

ভারত-পাকিস্তান লড়াই: এই ৫ ম্যাচে উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠের পরিস্থিতি

কোথায় সমস্যা হচ্ছে বিরাট কোহলির? পাকিস্তান ম্যাচের আগে ব্যাখ্যা সুনীল গাভাসকরের

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?