ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। শুধু ব্যাট-বলের লড়াই নয়, মাঠে মাঠে উত্তেজনা, বাকযুদ্ধ, এমনকী হাতাহাতিও। এই লেখায় আমরা আলোচনা করব ভারত-পাকিস্তানের পাঁচটি ম্যাচ নিয়ে যা ছিল রীতিমতো উত্তপ্ত।
ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ, আর জাতীয় গর্বের লড়াই। শুধু ব্যাট-বল নয়, মাঠে কথা কাটাকাটি, এমনকী হাতাহাতির ঘটনাও ঘটেছে। এই লেখায় আমরা আলোচনা করব ভারত-পাকিস্তানের পাঁচটি ম্যাচ যা ছিল রীতিমতো উত্তপ্ত।
২০০৭ সালে ভারতে অনুষ্ঠিত ওডিআই সিরিজে গৌতম গম্ভীর এবং শাহিদ আফ্রিদির মধ্যে সংঘর্ষ হয়। একটি রান নেওয়ার সময় তাঁদের দু'জনের ধাক্কা লাগে। এরপর তুমুল বাকযুদ্ধ হয়। আগে থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। এই ঘটনার পর আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। গম্ভীর এবং আফ্রিদি মাঠের বাইরেও সোশ্যাল মিডিয়ায় একে অপরের সমালোচনা করেছেন।
36
২০১০ সালে ভারত-পাকিস্তান ম্যাচে একে অপরকে প্ররোচিত করেন হরভজন সিং ও শোয়েব আখতার
২০১০ এশিয়া কাপে হরভজন সিংকে বাউন্সার এবং কথার মাধ্যমে প্ররোচিত করার চেষ্টা করেন শোয়েব আখতার। ম্যাচের শেষ ওভারে হরভজন জয়সূচক রান করেন এবং শোয়েবের সামনে উল্লাস করেন।
46
১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কিরণ মোরে বনাম জাভেদ মিয়াঁদাদ লড়াই দেখা যায়
১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপে কিরণ মোরেকে উত্তেজিত করার চেষ্টা করেন জাভেদ মিয়াঁদাদ। ভারত ৪৩ রানে জিতে পাকিস্তানকে উত্তর দেয়।
56
ক্রিকেটের ইতিহাসে অন্যতম ভদ্র ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও উত্তেজিত হয়ে উঠেছিলেন
২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রাহুল দ্রাবিড় এবং শোয়েব আখতারের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়। পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল-হককে হস্তক্ষেপ করতে হয়।
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে ভেঙ্কটেশ প্রসাদের বলে বাউন্ডারি মারার পর ব্যাটের ইশারায় পরের বল একই জায়গায় মারার কথা বলেন আমির সোহেল। পরের বলেই তাঁকে বোল্ড করে জবাব দেন প্রসাদ।