Champions Trophy: নিউজিল্যান্ড ম্যাচে বড় সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের? ওপেন করতে পারেন বিরাট

Published : Feb 28, 2025, 02:40 PM IST
Virat Kohli celebrating century (Photo: ANI)

সংক্ষিপ্ত

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই গ্রুপের ভিন্ন চেহারা।

চূড়ান্ত নাটকীয় মোড় তো তখন নিয়েছে, যখন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করেছে আফগানিস্তান। আর সেই পরাজয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ড সোজা বিদায় নিয়েছে। ওই গ্রুপ থেকে বাকি তিনটি দলের মধ্যে কোন দুই দল সেমিফাইনালে যাবে, তা জানার জন্য অবশ্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। ‘এ’ গ্রুপে অবশ্য সেইরকম পরিস্থিতি নয়।

ভারত এবং নিউজিল্যান্ড, দুই দলই ইতিমধ্যে ২টি করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ফলে, আগামী রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে গ্রুপের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। যদিও গ্রুপ শীর্ষে থেকে কে শেষ চারে যাবে, তা অবশ্য ঠিক হবে সেই ম্যাচ থেকেই।

তবে একটা দিক থেকে নিয়মরক্ষার ম্যাচ হলেও, রবিবারের খেলাকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না ভারত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা খুবই স্পষ্ট। তা হল, সেমিফাইনালের আগে জয়ের মোমেন্টাম কোনওভাবেই নষ্ট করা যাবে না। অতএব, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সতর্ক হয়েই খেলতে নামবেন রোহিত শর্মারা।

এদিকে ভারতীয় শিবির সূত্রে খবর, শুভমান গিলকে নিয়ে টিম ম্যানেজমেন্টও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। তিনি এমনিতে দুরন্ত ফর্মে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন। এমনকি, পাকিস্তান ম্যাচেও রান পেয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে অনুশীলন রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

শনিবার, পুরো টিমকে বিশ্রাম দেওয়া হবে বলে খবর। যেহেতু নিউজিল্যান্ড ম্যাচের চব্বিশ ঘটার পরই সেমিফাইনাল ম্যাচ। অর্থাৎ, রিকভারির খুব বেশি সুযোগ থাকছে না দলের সামনে। আসলে ক্রিকেটারদের তরতাজা রাখাই মূল লক্ষ্য।

শুক্রবার ট্রেনিং সেশন যদি দেখা যায় গিল পুরোপুরি ফিট হয়ে গেছেন, তাহলে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলানো হতে পারে। কিন্তু গিল যদি খেলতে না পারেন, তাহলে ঋষভ পন্থ খেলবেন। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। বুধবার, দলের সঙ্গে অনুশীলনে এলেও নেটে সেইভাবে ব্যাটিং করতে দেখা যায়নি তাঁকে। তবে শুভমান না খেললে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

সেক্ষেত্রে অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি। এমনিতে একদিনের ক্রিকেটে এর আগেও ওপেন করেছেন তিনি। সেইসঙ্গে, কেএল রাহুলকে দিয়েও ওপেন করানোর একটা চিন্তাভাবনা রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা