পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান, সাত পাকে ঘোরা ভুলে স্ক্রিনে চোখ বর-কনের

Published : Feb 28, 2025, 12:06 AM ISTUpdated : Feb 28, 2025, 12:18 AM IST
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান, সাত পাকে ঘোরা ভুলে স্ক্রিনে চোখ বর-কনের

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিরাট কোহলির শতরান দেখার জন্য এক দম্পতি তাঁদের বিয়ের অনুষ্ঠান কিছুক্ষণের জন্য স্থগিত করে দেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ভারতে ক্রিকেট শুধু একটা খেলা নয়, একটা আবেগ। এই কথাই আবারও প্রমাণ করে দিল একটা বিয়ের অনুষ্ঠানের ভাইরাল ভিডিও। বর-কনে তাঁদের বিয়ের মাঝখানে অনুষ্ঠান থামিয়ে দিলেন, কারণ কোনও পারিবারিক সমস্যা নয়, বরং বিরাট কোহলির দুর্দান্ত শতরান। রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন এক জুটি তাঁদের বিয়ের অনুষ্ঠান কিছুক্ষণের জন্য স্থগিত করে দেন। কারণ, সেই সময় বিরাট শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। নবদম্পতি কোনওভাবেই বিরাটের শতরান দেখার সুযোগ হারাতে চাননি। ক্রিকেট ও বিরাটের প্রতি এই ভালোবাসা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।

বিয়ের অনুষ্ঠানে ভারত-পাকিস্তান ম্যাচ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বর-কনে বিয়ের মঞ্চে বসে আছেন। কিন্তু তাঁদের নজর একে অপরের দিকে নয়, বরং বড় স্ক্রিনে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ চলছিল এবং বিরাট যখন বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করেন, তখন বর-কনে উত্তেজনায় দাঁড়িয়ে পড়েন এবং একে অপরের হাত ধরে উল্লাস করতে থাকেন। এই ম্যাচে বিরাটের শতরানের সুবাদে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারতীয় দল। ফলে বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়া সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বর-কনেও বিরাটের শতরান এবং ভারতের জয় দেখার পর খুশি মনে বিয়ে শেষ করেন। বিয়ের অনুষ্ঠানের অতিথিরাও খুশি মনে খাওয়া শেষ করেন।

 

 

বিয়ের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা বেশি!

এই বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরাও বাকি সবকিছু ভুলে বিরাটের শতরানের উল্লাসে মেতে ওঠেন। পুরো মণ্ডপ 'বিরাট-বিরাট' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাইরাল ভিডিওতে মন্তব্য করেছেন, ‘বিয়ে পরেও হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তানের ম্যাচ মিস করা যায় না!’ একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'ভারতে ক্রিকেট শুধু একটা খেলা নয়, একটা আবেগ!' অপর একজন মজা করে লিখেছেন, 'বিয়ে তো সারাজীবন চলে, কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ আবার কবে হবে কে জানে!'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাবে বিসিসিআই? কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ?

চ্যাম্পিয়ন হওয়ার হুঙ্কার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে ম্যাচ না জিতেই বিদায় বাংলাদেশের

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চমকপ্রদ পারফরম্যান্স, বড় দল হয়ে উঠছে আফগানিস্তান

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পরিচারিকাকে যৌন হেনস্থা, কাঠগড়ায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল কাদিরের ছেলে
T20 World Cup 2026: বিশ্বকাপ বয়কটের হুমকি! তারপরের দিনই ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান