দুবাই নিয়ে এত হইচই কেন? পাকিস্তানে গেলেও তো শুধু লাহোরেই খেলতেন রোহিতরা

Published : Mar 08, 2025, 08:36 PM ISTUpdated : Mar 08, 2025, 08:54 PM IST
team india

সংক্ষিপ্ত

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের সব ম্যাচই হয়েছে দুবাইয়ে। এমনকী, ফাইনালও হচ্ছে দুবাইয়ে। এটা নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলের একাংশের গাত্রদাহ হচ্ছে।

ভারতীয় দলকে অন্য কোথাও যেতে হয়নি। সব ম্যাচই হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালও হচ্ছে দুবাইয়ে। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এই ব্যবস্থাপনা নিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশের ক্রিকেট মহলের একাংশ প্রশ্ন তুলেছে। প্যাট কামিন্স, মাইক আথারটন, নাসির হুসেনরা দাবি করেছেন, ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে। তাঁদের জবাব দিয়েছেন সুনীল গাভাসকর। এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মিথ্যা প্রচার ভোঁতা করে দিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাঁরা পুরনো কথা মনে করিয়ে দিয়েছেন। গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন ভারতীয় দলকে সেদেশে খেলতে যাওয়ার জন্য পায়ে ধরছিল, তখন একটা স্টেডিয়ামেই ভারতের সব ম্যাচ আয়োজন করার কথা বলেছিল। বিসিসিআই অবশ্য সেই প্রস্তাব নাকচ করে দেয়। তবে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পিসিবি হাইব্রিড মডেলেও ভারতীয় দলের জন্য একটা শহরেই সব ম্যাচ আয়োজন করেছে। ভারতের জন্যই ফাইনাল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গত বছর কী বলেছিল পিসিবি?

গত বছরের মে মাসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর খসড়া সূচি প্রকাশ করে পিসিবি। সেই সূচিতে ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে আয়োজন করার কথা জানানো হয়। পিসিবি উল্লেখ করে, ওয়াগা সীমান্ত থেকে লাহোর বেশি দূরে নয়। এই কারণে ভারতের সব ম্যাচই লাহোরে হবে। ফলে বিসিসিআই যদি সেই প্রস্তাব মেনে নিত, তাহলে রাওয়ালপিন্ডি বা করাচিতে খেলতে যেতেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেক্ষেত্রেও প্রশ্ন উঠতে পারত, ভারতীয় দল কেন এই সুবিধা পাচ্ছে? বিসিসিআই সূচি বা স্টেডিয়াম ঠিক করেনি। ফলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলা অসাধারণ পারফরম্যান্সকে খাটো করে দেখানোর চেষ্টা ছাড়া আর কিছু নয়।

চ্যাম্পিয়ন হয়েই জবাব দিতে চায় ভারতীয় দল

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান কোনও ম্যাচেই জয় পায়নি। ভারতীয় দলকে নিয়ে এই তিন দেশের গাত্রদাহ হচ্ছে। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সমালোচনার জবাব দিতে মরিয়া ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে