আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর প্রথম সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ট্রেভিস হেডের উইকেটের পর বিরাট কোহলির ভাঙড়া নাচ দেখে উল্লসিত হয়ে ওঠে স্টেডিয়াম।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল থেকেই ভারতীয় দলের মাথাব্যথা হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে হেডকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল। তবে এই ম্যাচে তিনি বড় রান পেলেন না। ইনিংসের প্রথম বলেই মহম্মদ শামিকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ দিয়েছিলেন হেড। কিন্তু সেই ক্যাচ নিতে পারেননি শামি। শুরুর কয়েক ওভার গুটিয়ে থাকার পর শট খেলতে শুরু করেন হেড। ফলে ভারতীয় দলের উপর চাপ বাড়ছিল। তবে শেষপর্যন্ত নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট হন অস্ট্রেলিয়ার ওপেনার। তৎপরতার সঙ্গে অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নেন শুবমান গিল। ৩৩ বলে ৫ বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে আউট হন হেড। ফলে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরে আসে। এর আগে তৃতীয় ওভারে কুপার কনোলিকে (০) আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন শামি। তবে হেডের উইকেটই ভারতীয়দের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নেচে উঠলেন বিরাট
শুধু সমর্থকরাই নন, ভারতীয় ক্রিকেটাররাও যে হেডকে নিয়ে চিন্তিত ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল। অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা যত না আনন্দ করেন, তার চেয়ে অনেক বেশি উচ্ছাস দেখা গেল হেডের উইকেট পাওয়ার পর। বিরাট কোহলিকে নাচতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে ভারত
এদিনও টসে হারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ভারতের স্পিনাররা অস্ট্রেলিয়ার ব্যাটারদের উপর চাপ তৈরি করছেন। ২৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১২৫। পরের ওভারে অর্ধশতরান পূরণ করে নেন স্মিথ। ২৯ রান করে রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লু হয়ে গিয়েছেন মার্নাস লাবুশেন। জাডেজার দ্বিতীয় শিকার জশ ইনগ্লিস (১১)। ১৪৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।