NZ vs SA: রাচিন-উইলিয়ামসন জুটির দুরন্ত সেঞ্চুরি, প্রোটিয়াদের বিরুদ্ধে রানের পাহাড় নিউজিল্যান্ডের

Subhankar Das   | AFP
Published : Mar 05, 2025, 06:17 PM ISTUpdated : Mar 05, 2025, 06:27 PM IST
NZ vs SA

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (New Zealand vs South Africa)।

রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ৩৬২  রান তুলল ব্ল্যাকক্যাপ্সরা। 

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বুধবার, চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (NZ vs SA)। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা।

যদিও শুরুতে ওপেনার উইল ইয়ং মাত্র ২১ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও দলের হাল ধরেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। কার্যত, দুজনই দুরন্ত সেঞ্চুরি হাঁকান এই ম্যাচে। রাচিন রবীন্দ্র করেন ১০৮ রান এবং উইলিয়ামসনের ঝুলিতে ১০২ রান।

তবে এই ম্যাচে যোগ্য সঙ্গত করেন ড্যারিল মিচেলও। তাঁর সংগ্রহে ৪৯ রান। অন্যদিকে গ্লেন ফিলিপ্সও অপরাজিত ছিলেন ৪৯ রানে। কার্যত, এদিন নিউজিল্যান্ডের ওপেনিং এবং মিডল অর্ডার ব্যাটিং লাইন-আপ পুরোপুরিভাবেই সদর্থক ভূমিকা পালন করে। তাই এই রানের পাহাড় গড়া সম্ভব হল।

অপরদিকে নিঃসন্দেহে এই কথা বলতেই হয় যে, দক্ষিণ আফ্রিকার বোলিং ব্যর্থতা। এনগিডি এই ম্যাচে ৭২ রান দিয়েছেন, পেয়েছেন মাত্র ৩টি উইকেট। এছাড়া জানসেন ৭৯ রান দিয়েও কোনও উইকেট পাননি। অন্যদিকে, ২টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং ১টি উইকেট মালডারের দখলে।

এই বিপুল পরিমাণ রানের চাপ মাথায় নিয়ে ব্যাট করতে নামবে প্রোটিয়ারা। স্বাভাবিকভাবেই, অনেকটা সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েই বল করতে নামবে ব্ল্যাকক্যাপ্সরা। দক্ষিণ আফ্রিকাকে জিততে গেলে করতে হবে ৩৬৩ রান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা