সৌরভ-বিরাট, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আশা জাগিয়েও চূড়ান্ত সাফল্য পাননি এই ২ ভারত অধিনায়ক

Published : Feb 19, 2025, 05:27 PM IST

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সফলতম দল ভারত। ২ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২ বার ফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াও ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার খেতাব জিতে অস্ট্রেলিয়াকে টপকে যাওয়াই ভারতের লক্ষ্য।

PREV
110
বুধবার শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম সংস্করণ, এই টুর্নামেন্টে সফলতম দল ভারত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সফলতম দল ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দল ২ বার করে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে।

210
ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছে ভারতীয় দল। তবে চূড়ান্ত সাফল্য পাননি বাংলার মহারাজ।

310
২৫ বছর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে অপ্রত্যাশিত হার ভারতের

২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল কেনিয়ায়। সেই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট। সেবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১১৭ রানের সুবাদে ৬ উইকেটে ২৬৪ রান করে ভারত। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, ৬ উইকেট হারিয়ে জয় পায় নিউজিল্যান্ড।

410
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০২ সালে যুগ্মভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত

২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ২ দিন বৃষ্টির জন্য খেলা শেষ করা সম্ভব হয়নি। ফলে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মবিজয়ী হয়। সেবারও অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

510
ভালো পারফরম্যান্স দেখিয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে চূড়ান্ত সাফল্য পাননি সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতের অধিনায়ক হিসেবে ২ বার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেললেও, এককভাবে ভারতীয় দলকে খেতাব জেতাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।

610
বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেও জিততে পারেনি ভারত

২০১৭ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল হয়েছিল। সেবার বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠেও, পাকিস্তানের কাছে হেরে যায় ভারত।

710
বিরাট কোহলির নেতৃত্বে কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল

বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল।

810
এবার পঞ্চম আইসিসি টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলতে নামছেন বিরাট কোহলি

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতেন বিরাট।

910
বৃহস্পতিবার তৃতীয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে ভারত

অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এককভাবে সফলতম দল হয়ে ওঠার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল।

1010
এবারই হয়তো শেষ আইসিসি টুর্নামেন্টে খেলতে নামছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা

ভারতীয় দলের তিন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা হয়তো এবারই শেষ আইসিসি টুর্নামেন্ট খেলছেন। চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের লক্ষ্য।

Read more Photos on
click me!

Recommended Stories