IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজির গড়ল ভারত, নিউজিল্যান্ড ম্যাচে কেমন হবে প্রথম একাদশ?

Published : Mar 01, 2025, 05:24 PM IST
IND vs NZ

সংক্ষিপ্ত

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025), গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। 

সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন রোহিত শর্মারা। কার্যত, এই টুর্নামেন্টে নজির গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। আর একটি দিক দিয়ে দেখতে গেলে, বাকি সব দেশের থেকে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা ICC-র প্রতিযোগিতাগুলিতে সবচেয়ে বেশি ১৯ বার সেমিফাইনালে উঠেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড (INDIA vs NEW ZEALAND)। তবে হ্যাঁ, মধ্যপ্রাচ্যের মাঠে ২২ গজ কিছুটা মন্থর গতির হওয়ার দরুণ ব্যাটিং করা বেশ কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে মাঝের ওভারে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা।

ইতিমধ্যেই ৬০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইয়ের মাটিতে। তার মধ্যে ২২টি খেলায় প্রথমে ব্যাটিং করা দলই জয় পেয়েছে। কিন্তু ৩৬টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। আর বাকি ২টি ম্যাচে অমীমাংসিত অবস্থাতেই শেষ হয়েছে। অন্যদিকে, ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান ম্যাচে শিশির এখানে একদমই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি।

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচেও সেই সম্ভাবনা বিশেষ একটা নেই বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে টসে জিতলে যে কোনও অধিনায়কই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সবথেকে ভালো খবর, দুবাইতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। রবিবার, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তারপমাত্রা ১৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আকাশে মেঘ থাকার কোনও খবর নেই এবং রোদ দেখা যাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪৫ শতাংশ এবং ম্যাচের সময় ৩১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে রবিবার।

কেমন হতে পারে সম্ভাব্য প্রথম একাদশ?

ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডঃ উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও রোর্ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা