বৃষ্টিতে বাতিল ম্যাচ, চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া, আফগানিস্তানের কী হবে?

Published : Feb 28, 2025, 10:06 PM ISTUpdated : Feb 28, 2025, 11:07 PM IST
Afghanistan team (Photo: X/@ACBofficials)

সংক্ষিপ্ত

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে তিনটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ বাতিল হওয়ার পর এবার লাহোরেও ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল।

আশা জাগিয়েও এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছতে পারছে না আফগানিস্তান। শুক্রবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির জন্য মাঝপথেই বাতিল হয়ে গেল আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ। এর ফলে ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে থেকে সেমি-ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তান ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে। ইতিমধ্যেই ছিটকে যাওয়া ইংল্যান্ড ২ ম্যাচ খেলে এখনও পয়েন্ট পায়নি। শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের দিকে তাকিয়ে আফগানিস্তান শিবির। কিন্তু খুব একটা আশা নেই। কারণ, দক্ষিণ আফ্রিকার নেট রান রেট অস্ট্রেলিয়ার চেয়েও ভালো। আফগানিস্তানের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের শর্ত হল, ইংল্যান্ড যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারাতে হবে। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করলে যত রান করবে, ইংল্যান্ডকে ১১.১ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জয় পেতে হবে। ফলে আফগানিস্তানের আশা দেখা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমি-ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকবে অস্ট্রেলিয়া।

১৬ বছর পর চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া

১৬ বছর পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এদিন ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে খেলছিলেন, তাতে নির্দিষ্ট ৫০ ওভারের অনেক আগেই খেলা শেষ হয়ে যেত। ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান করে অস্ট্রেলিয়া। ৪০ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন ট্রেভিস হেড। ২২ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। আধঘণ্টা পর বৃষ্টি থেমে যায়। কিন্তু আউটফিল্ড খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। এই কারণে আম্পায়াররা ম্যাচ বাতিল করতে বাধ্য হন।

লড়াই করেও বিদায় আফগানিস্তানের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ৮৫ রান করেন সিদিকুল্লাহ আতাল। আজমাতুল্লাহ ওমরজাই ৬৭ রান করেন। এই রানে অস্ট্রেলিয়াকে আটকে রাখা কঠিন ছিল। শেষপর্যন্ত বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ায় শনিবার পর্যন্ত অঙ্কের বিচারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকল আফগানিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'এক ফর্ম্যাটে ৩০০ ম্যাচ বিস্ময়কর,' বিরাটের ৩০০-তম ওডিআই-এর আগে প্রশংসায় ব্রেসওয়েল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন? ছুটির দিনে সাপোর্ট স্টাফদের নিয়ে অনুশীলনে শুবমান

রবিবার সামনে নিউজিল্যান্ড, সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভাঙার মুখে বিরাট কোহলি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে