অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের ভারত-বিরোধিতা নতুন কিছু নয়। এবার তাঁদের পাল্টা আক্রমণ করলেন সুনীল গাভাসকর।
ভারতের টাকায় খেয়ে ভারতেরই নিন্দা! ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন, নাসির হুসেনকে তোপ দাগলেন সুনীল গাভাসকর। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দল অন্যায্য সুবিধা পাচ্ছে বলায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের পাল্টা আক্রমণ করে গাভাসকর বলেছেন, ‘আমি আগেও বলেছি, এই বিষয়টি প্রতিক্রিয়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। ওরা সবসময় কাঁদুনি গায়। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষতা, আয়, প্রতিভা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভারত কোথায় দাঁড়িয়ে, সেটা ওরা বুঝতে পারে না। টেলিভিশনে সম্প্রচারের স্বত্ব এবং সংবাদমাধ্যমের রাজস্বের ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে ভারতের অবদান বিশাল। ওদের বুঝতে হবে, বিশ্ব ক্রিকেটে ভারত যে টাকার ব্যবস্থা করে, তাতেই ওদের বেতন হয়।’
ভারতীয় দলকে নিয়ে সমস্যা কোথায়?
আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর আলোচনায় ঠিক হয়, ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলবে। অন্য ম্যাচগুলি পাকিস্তানে হচ্ছে। ভারতীয় দলকে দুবাই থেকে অন্য কোনও শহরে যেতে হচ্ছে না। এতেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেট মহলের গাত্রদাহ হচ্ছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না। তবে তিনি দাবি করেছেন, ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও পরে সেই বক্তব্য অস্বীকার করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও ভারতীয় দলের দুবাইয়ে খেলা নিয়ে কটাক্ষ করেছেন। তাঁদের পাল্টা আক্রমণ করে গাভাসকর বলেছেন, ‘ওরা সবাই অভিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি। তোমাদের দল কেন যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই কারণ খতিয়ে দেখছো না কেন? আমি তোমাদের সে কথা জিজ্ঞাসা করতে চাই। সবসময় ভারতের দিকে না তাকিয়ে থেকে তোমরা কি কখনও নিজেদের দিকে তাকিয়ে দেখোছো? তোমাদের খেলোয়াড়রা মানসিকভাবে এতই ভেঙে পড়েছে যে নির্দিষ্ট প্রত্যাশার মুখোমুখি না হওয়া পর্যন্ত কোনও বিষয়েই চিন্তিত হয় না। ফল নিয়ে অবশ্যই ভাবা উচিত। দেশের কথা ভাবা উচিত। যে দলের হয়েই খেলো না কেন, সেই দলকে সাফল্য এনে দেওয়ার কথা ভাবা উচিত। দেশের হয়ে খেললে দায়িত্ব বেশি থাকে। কিন্তু ওরা সবসময় কাঁদুনি গায়। ভারত এই পেয়েছে, ভারত এই করেছে, এসব বলতেই থাকে। আমাদের এসব উপেক্ষা করা উচিত। ওদের কাঁদুনি গাইতে দেওয়া উচিত। আমাদের অনেক ভালো বিষয়ে মন দেওয়ার আছে।’
সব ম্যাচ হেরে বিদায় ইংল্যান্ডের
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ বি-তে ছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এবং শনিবার তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ইংল্যান্ড। ফলে গ্রুপে সবার শেষে থেকেই এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইংল্যান্ড। ভারতকে নিয়ে না ভেবে এই ব্যর্থতার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাসকর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'এক ফর্ম্যাটে ৩০০ ম্যাচ বিস্ময়কর,' বিরাটের ৩০০-তম ওডিআই-এর আগে প্রশংসায় ব্রেসওয়েল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন? ছুটির দিনে সাপোর্ট স্টাফদের নিয়ে অনুশীলনে শুবমান
রবিবার সামনে নিউজিল্যান্ড, সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভাঙার মুখে বিরাট কোহলি