তাহলে কি এবার ভারতে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
শোনা যাচ্ছে, শেষপর্যন্ত পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তাহলে ভারতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। তবে সেক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থাকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে আইসিসিকে।
বৃহস্পতিবার, হটাৎই জল্পনা ছড়িয়ে পড়ে যে, ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি। কারণ, বুধবারই চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
কিন্তু ভারত কি আদৌ দল পাঠাবে সেই দেশে? উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একেবারে অনড় রয়েছে পাকিস্তান। সেই দেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না।
সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসিকে বেশ কিছু কথা ইতিমধ্যেই জানিয়েছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে যে, ভারতীয় ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। পাকিস্তানের আমজনতা হয়ত ভারতীয় ক্রিকেটারদের উষ্ণ আতিথেয়তা জানাবে, কিন্তু পাকভূমে রোহিত শর্মাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
গত ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপরে হামলার উদাহরণও উল্লেখ করা হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তান দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। তার জেরে বিপাকে পড়ে গেছে আইসিসি। এইরকম পরিস্থিতি চলতে থাকলে শেষপর্যন্ত, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি সরে দাঁড়াতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে ভারতে আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট।
তবে এইরকম হলে ভারতের মাটিতে পাকিস্তান খেলতে আসবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে, ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচটিও হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।