দুশ্চিন্তার খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য।
এরপর স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে চোট তেমন গুরুতর নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। কারণ, শুক্রবার তাঁকে প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা গেছে। যদিও সেই ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি কোহলি।
বৃহস্পতিবার, বিরাটকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। আশা করা হচ্ছে, রিপোর্ট ঠিকঠাকই আছে। এদিকে শুক্রবার, ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলছে। তিনদিনের এই ম্যাচে খেলছেন বিরাট নিজেও। সেখানে ভারত-এ দলের ক্রিকেটাররাও রয়েছেন। এদিন বিরাটকে আউট করেন মুকেশ কুমার।
মাত্র ১৫ রান করে আউট হয়ে যান তিনি। আউট হওয়ার পর সঙ্গে সঙ্গে নেটে চলে যান বিরাট। সেখানে বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা যায় তাঁকে। যদিও অনুশীলন ম্যাচে রান পাননি ঋষভ পন্থ। তিনি ১৯ রান করে আউট হয়ে যান। নীতীশ কুমার রেড্ডির বলে বোল্ড হন পন্থ। এছাড়াও ১৫ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় পেসাররা শর্ট বল করতে শুরু করতেই সমস্যায় পড়ে যান পন্থ। চোট পেয়েছেন রাহুল। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। তবে তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। তার আগে আর কোনও অনুশীলন ম্যাচ নেই ভারতের সামনে। এই ম্যাচের পর, নেটে অনুশীলনের উপরই পুরো ভরসা। ভারত-এ বনাম ভারতীয় দলের একটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তা আপাতত বাতিল করে দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।