ICC Champions Trophy: কাটল জট, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাবে রাজি বিসিসিআই

Published : Dec 06, 2024, 03:22 PM IST
ICC Champions Trophy

সংক্ষিপ্ত

সব জল্পনার অবসান। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের দাবি ছিল যে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামীদিনে ভারতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। শোনা যাচ্ছে যে, পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই।

বৃহস্পতিবার, আইসিসির চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাইয়ের অফিস পরিদর্শনে যান জয় শাহ। সেখানে গিয়েই বৃহস্পতিবার, পাকিস্তান এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। আর তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কেটেছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

আইসিসি-র একটি সূত্রের কথায়, সমস্ত পক্ষের সম্মতি নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইটে গিয়ে ম্যাচ খেলবে। আইসিসি মনে করছে, এর ফলে সব পক্ষের দাবিই মানা হচ্ছে।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একাধিক শর্ত চাপিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসি-র চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতেই হল পিসিবিকে। তবে এরপর পাক বোর্ডের দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। আর সেটা কার্যকর করতে হবে আগামী ২০৩১ সাল পর্যন্ত। প্রাথমিকভাবে এই শর্ত মানতে চায়নি ভারতীয় বোর্ড। কিন্তু বৃহস্পতিবার জয় শাহর বিশেষ আলোচনার পরেই সেই জট কেটে যায়।

তবে জানা গেছে, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের দাবি মানতে রাজি হয়েছে বিসিসিআই। এই সময়ের মধ্যে দুটি আইসিসি টুর্নামেন্ট খেলা হবে ভারতের মাটিতে। আগামী ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আর সেই টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ সম্ভবত দ্বীপরাষ্ট্রে গিয়েই খেলতে নামবে পাকিস্তান।

তাছাড়া আগামী বছর মহিলাদের একদিনের বিশ্বকাপও রয়েছে ভারতের মাটিতে। সেই টুর্নামেন্টের জন্যও নিরপেক্ষ কোনও ভেন্যুর ব্যবস্থা করতে হবে পাকিস্তান ক্রিকেট দলের জন্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি
আইপিএল ২০২৬: পদপিষ্টের ঘটনার পরেও চিন্নাস্বামীতে হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি?