ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা শনিবার, অধিনায়ক কে হচ্ছেন?

আর তো মাত্র কয়েকদিন বাকি।

দুপুর সাড়ে ১২টায় দলের সদস্যদের নাম জানানো হবে বলে খবর। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। তিনিই সাংবাদিক বৈঠক করবেন এবং সঙ্গে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগারকার। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ়ের দলও একইসঙ্গে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

তবে দল ঘোষণার আগে সবচেয়ে বেশি চর্চা চলছে দুজনকে নিয়ে। কিন্তু চোট সারিয়ে যশপ্রীত বুমরা আদৌ খেলতে পারবেন কি না এবং ১৫ জনের দলে যশস্বী জয়সওয়ালের জায়গা হবে কি না, তা নিয়েও ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। এদিকে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা।

Latest Videos

আপাতত তাঁকে ২ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছিল। কিন্তু এদিকে বুমরা নিজেই তা খারিজ করে দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের পর তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তিনিই অধিনায়ক থাকবেন, তা সাংবাদিক বৈঠক করার ঘোষণাতেই কার্যত পরিষ্কার হয়ে গেছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখছেন না তিনি। তবে যশস্বীকে নিয়ে অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছে নির্বাচকদের মাথায়। সেটা হল, দলে সুযোগ দিলেও কোথায় খেলানো হবে তাঁকে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। কারণ, রোহিত, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার প্রথম পাঁচে থাকবেন।

তাই এদের মধ্যে ঠিক কাকে বাদ দিয়ে যশস্বীকে খেলানো হবে, তা নিয়েই চর্চা চলছে। এইরকমও শোনা যাচ্ছে, হয়ত যশস্বীকে ইংল্যান্ড সিরিজ়ে খেলিয়ে রাহুলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হতে পারে। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি-তে। আর তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান, নিউজ়‌িল্যান্ড এবং বাংলাদেশ।

আগামী ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই
'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে