বাবর আজমদের ভারতে ওডিআই বিশ্বকাপে খেলতে আসার অনুমতি দিল পাকিস্তান সরকার

Published : Aug 07, 2023, 12:46 AM ISTUpdated : Aug 07, 2023, 12:55 AM IST
Babar Azam

সংক্ষিপ্ত

পাকিস্তান ক্রিকেট দলের ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আর কোনও সংশয় রইল না। রবিবার বাবর আজমদের ভারতে খেলতে আসার ব্যাপারে সবুজ সঙ্কেত দিল পাকিস্তান সরকার।

শেষপর্যন্ত মাথা নোয়াতেই হল পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বিসিসিআই দৃঢ় মনোভাব বজায় রেখে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। বিসিসিআই-এর আপত্তিতেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের সব ম্যাচ হচ্ছে না। এই পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছিল পিসিবি। প্রথমে বলা হয়েছিল, বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো হবে না। তারপর দাবি করা হয়, এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হবে। শেষপর্যন্ত কোনও কৌশলই কাজে লাগল না রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিসিবি-কে ওডিআই বিশ্বকাপে ভারতে দল পাঠানোর অনুমতি দেওয়া হল। তবে একইসঙ্গে ভারতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান সরকারের ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করাকে হাস্যকর বলে মনে করছেন অনেকেই।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। আমরা আইসিসি ও ভারতের প্রশাসনকে সেই উদ্বেগের কথা জানাচ্ছি। আমরা আশা করি, ভারত সফরের সময় পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।’

পাকিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বরাবরই বলে এসেছে, রাজনীতির সঙ্গে খেলাকে গুলিয়ে ফেলা উচিত নয়। সেই কারণেই পাকিস্তান সরকার ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’

কিছুদিন আগে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই কমিটিতে রাখা হয় বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো, ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম ঔরঙ্গাজেব. আসাদ মাহমুদ, আমিন উল-হক, কামার জামান কৈরা ও প্রাক্তন কূটনীতিবিদ তারিক ফতমিকে। তখন জানানো হয়, ওডিআই বিশ্বকাপে দল পাঠানো হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতে দল পাঠানো হবে। যে শহরগুলিতে পাকিস্তানের ম্যাচ দেওয়া হয়েছে, সেখানে প্রতিনিধি পাঠিয়ে স্টেডিয়াম-সহ যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখে তারপর বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু রবিবার ভারতে প্রতিনিধি দল পাঠানোর কথা বলা হয়নি।

পিসিবি সূত্রে খবর, গত বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি-কে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভারতে দল পাঠালেও, বিসিসিআই-কে চাপে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি।

আরও পড়ুন-

রুদ্ধশ্বাস ম্যাচে ফের হার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-২ পিছিয়ে ভারত

আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে, ইঙ্গিত রোহিত শর্মার

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড