রুদ্ধশ্বাস ম্যাচে ফের হার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-২ পিছিয়ে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচেই লড়াই করল ভারতীয় দল। তবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপে সাফল্য পেতে হলে আরও শক্তিশালী হতে হবে ভারতীয় দলকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ফলে ৫ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে পড়লেন হার্দিক পান্ডিয়ারা। এখন সিরিজ জিততে হলে বাকি ৩ ম্যাচই জিততে হবে। তবে এই সিরিজে জয় পেতে হলে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের সমস্যা মেটাতে হবে। প্রথম ২ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিলক ভার্মা। ওপেনার ঈশান কিষান, অধিনায়ক হার্দিকও খারাপ পারফরম্যান্স দেখাচ্ছেন না। কিন্তু ভারতীয় দলের বোঝা হয়ে উঠেছেন টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। ভারতের বোলাররা লড়াই করছেন বটে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সাফল্য পাচ্ছে না দল।

রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হার্দিক। কিন্তু ভারতীয় দল বড় স্কোর করতে ব্যর্থ হয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে ভারত। সর্বাধিক ৫১ রান করেন তিলক ভার্মা। অভিষেক টি-২০ ম্যাচেও ভালো ব্যাটিং করেছিলেন তিলক। দ্বিতীয় ম্যাচে তিনি অর্ধশতরান করলেন। এই বাঁ হাতি ব্যাটারের ৪১ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ঈশান করেন ২৭ রান। হার্দিক করেন ২৪ রান। অক্ষর প্যাটেল করেন ১৪ রান। বাকিরা কেউই ২ অঙ্কের রান করতে পারেননি। শুবমান গিল ৭, সূর্যকুমার ১, সঞ্জু স্যামসন ৭, রবি বিষ্ণোই অপরাজিত ৮, আর্শদীপ সিং অপরাজিত ৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট করে নেন আকিল হোসেন, আলজারি জোশেফ ও রোমারিও শেফার্ড।

Latest Videos

রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারেই ৮ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুটা দেখে অবশ্য মনে হয়েছিল ভারতই জয় পাবে। হার্দিকের প্রথম বলেই সূর্যকুমারকে ক্যাচ দিয়ে ফিরে যান ব্র্যান্ডন কিং (০)। ৩ বল পরেই তিলককে ক্যাচ দিয়ে আউট হয়ে যান জনসন চার্লস (২)। প্রথম ওভারেই ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। দলের রান ৩২ হতে না হতেই আউট হয়ে যান কাইল মেয়ার্স (১৫)। কিন্তু এরপরেই ভারতের আশা শেষ করে দেন নিকোলাস পুরাণ (৬৭) ও অধিনায়ক রভম্যান পাওয়েল (২১)। শিমরন হেটমায়ার করেন ২২ রান। শেফার্ড (০) ও জেসন হোল্ডার (০) দ্রুত আউট হয়ে যাওয়ায় ফের ভারতীয় শিবিরে জয়ের আশা তৈরি হয়। কিন্তু আকিল (অপরাজিত ১৬) ও জোশেফ (অপরাজিত ১০) ক্যারিবিয়ানদের জয় এনে দেন। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্দিক। ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ১ উইকেট করে নেন মুকেশ কুমার ও আর্শদীপ।

আরও পড়ুন-

পরিবারের ৪ ভাইয়ের মধ্যে বড় ধোনি তারপর বিরাট, রোহিত, হার্দিক, ব্যাখ্যা চাহালের

আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে, ইঙ্গিত রোহিত শর্মার

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee