এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান। তবে নিজে খেলার সুযোগ না পেলেও, ভারতীয় দলের পাশেই থাকছেন ধাওয়ান।
সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না সূর্যকুমার যাদব। ওডিআই বিশ্বকাপে তাঁর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে সূর্যকুমারের পাশেই দাঁড়াচ্ছেন অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান। তাঁর মতে, সূর্যকুমারকেই বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য পাওয়ার ব্যাপারেও আশাবাদী ধাওয়ান। তাঁর মতে, ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য আছে। তাছাড়া দেশের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে ভারত। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের মাটিতে ফের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে ভারতীয় দল।
ওডিআই বিশ্বকাপের আগেই অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল ফিট হয়ে উঠবেন বলে বিসিসিআই সূত্রে খবর। তবে শ্রেয়াস আইয়ারের বিশ্বকাপে খেলা এখনও অনিশ্চিত। তিনি ফিট হয়ে উঠবেন কি না, সেটা বোঝা যাচ্ছে না। ফলে ওডিআই বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাটিং করার সুযোগ পেতে পারেন সূর্যকুমার। তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ ফর্ম্যাটে অভিষেকেই ভালো পারফরম্যান্স দেখানো তিলক ভার্মাও বিশ্বকাপে ৪ নম্বর ব্যাটার হিসেবে সুযোগ পেতে পারেন বলে মত রবিচন্দ্রন অশ্বিনের। ধাওয়ান অবশ্য বলেছেন, 'আমি ৪ নম্বরে সূর্যকেই সুযোগ দেওয়ার পক্ষে। বিশ্বকাপে শুবমান গিল কেমন পারফরম্যান্স দেখায়, সেটাও দেখার অপেক্ষায় আছি। আর যে ব্যাটারের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি সে হল রোহিত শর্মা। কারণ, ও গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়।' ২০১৯ সালের বিশ্বকাপে ৫টি শতরান করেন রোহিত। সে কথাই উল্লেখ করেছেন ধাওয়ান।
ভারতের ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ সম্পর্কে ধাওয়ান বলেছেন, 'আমাদের দল খুব ভালো। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের উপযুক্ত সংমিশ্রণ আছে। আমরা ঘরের মাঠে খেলার সুযোগ পাব। আমরা পিচ ও মাঠের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে অবগত। সেটা আমাদের কাজে লাগবে।'
ধাওয়ান আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। এই অভিজ্ঞ ব্যাটার নিজেও খুব একটা আশাবাদী নন। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও, আগামী মরসুমের আইপিএল-এ খেলতে চান ধাওয়ান। পাশাপাশি ব্যবসার কাজও চালিয়ে যেতে চান এই ব্যাটার। তিনি ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করলেও, টি-২০ বা ওডিআই বিশ্বকাপ জিততে পারেননি।
আরও পড়ুন-
এক দশকের খরা কাটিয়ে আইসিসি টুর্নামেন্ট জিততে মরিয়া ভারত, জানালেন রোহিত
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শ্রীলঙ্কা সফরে সচিন, শিশুদের শিক্ষা, পুষ্টির উপর জোর
Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের