এক দশকের খরা কাটিয়ে আইসিসি টুর্নামেন্ট জিততে মরিয়া ভারত, জানালেন রোহিত

ভারতীয় দল শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। তারপর আর একবারই আইসিসি টুর্নামেন্ট জিতেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এক দশক ধরে চলছে ব্যর্থতার পালা।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে এখনও পর্যন্ত আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় অধরা থেকে গিয়েছে। এর মধ্যে পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গিয়েছে ভারত। আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত। এমনই জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজ খেলছে। তবে টি-২০ সিরিজের দলে নেই রোহিত, বিরাট কোহলি। আয়ারল্যান্ড সিরিজের দলেও নেই রোহিত, বিরাট। তাঁরা এশিয়া কাপে আবার জাতীয় দলে ফিরবেন। ফলে আপাতত বিশ্রামে আছেন তাঁরা। ওডিআই বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমি কোনওদিন ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি। বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন। এবার বিশ্বকাপ জেতার জন্য লড়াই করব। বিশ্বকাপ জিততে পারলে তার চেয়ে বেশি খুশি আর কিছুতে হব না। বিশ্বকাপ জেতা অবশ্য সহজ হবে না। বিশ্বকাপ জিততে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। ২০১১ থেকে আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। আমরা সবাই বিশ্বকাপ জেতার জন্য লড়াই চালাচ্ছি।’

রোহিত আরও বলেছেন, ‘দলের সবাই বিশ্বকাপ জিততে মরিয়া। কারণ, আমরা জানি যে আমাদের দল ভালো। আমাদের দলের সব খেলোয়াড়ই ভালো। আমাদের আত্মবিশ্বাস ও নিজেদের উপর বিশ্বাস রয়েছে। দলের সবাই জানে, আমরা বিশ্বকাপ জিততে পারি। আমরা এতদিন বিশ্বকাপ জিততে পারিনি বলে এই নয় যে আমরা হাল্কাভাবে খেলেছি। ২০২২ সালে আমরা যখন টি-২০ বিশ্বকাপে হেরে যাই তখন বলেছিলাম, পরের বিশ্বকাপ জেতার জন্য লড়াই করব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা লড়াই করেছি। কোনও না কোনও দিন আমরা নিশ্চয়ই বিশ্বকাপ জিতব। আমাকে প্রথমে ব্যাটার হিসেবে নিজের কাজ করতে হবে। তারপর অধিনায়ক হিসেবে আমার কাজ। দলে ব্যাটার হিসেবেই আমার ভূমিকা বেশি। অধিনায়ক হিসেবেও ভালো কাজ করতে হবে। দলের জন্য বড় রান করতে হবে এবং দলকে জেতাতে হবে।’

Latest Videos

দল সম্পর্কে রোহিত আরও বলেছেন, ‘আমাদের দলের অনেকেই চোট পেয়েছে। ফলে আমি এখন চোট নিয়ে আতঙ্কে আছি। আমরা বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করেছি। আর কোনও ক্রিকেটার যাতে চোটের জন্য বড় টুর্নামেন্ট থেকে ছিটকে না যায়, সেটা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন-

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শ্রীলঙ্কা সফরে সচিন, শিশুদের শিক্ষা, পুষ্টির উপর জোর

Asia Cup 2023: ভারতীয় খেলোয়ারদের জার্সিতে লেখা থাকবে 'পাকিস্তান'! এশিয়া কাপের আগেই ভাইরাল ছবি ঘিরে তরজা

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh