আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। চলতি ওডিআই বিশ্বকাপেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন।
স্কুলের সিলেবাসে জায়গা পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। রোহিতকে ভারতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর জন্ম থেকে জীবনের নানা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ইডেন গার্ডেন্সে টেস্ট অভিষেক, অভিষেক টেস্টে শতরান, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ম্যাচে শতরান, ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ২৬৪ রানের কথা উল্লেখ করা হয়েছে। রোহিত স্কুলের সিলেবাসে জায়গা পাওয়ায় তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। রবিবার ওডিআই বিশ্বকাপ ফাইনাল। তার আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে রোহিতের স্কুলের সিলেবাসে জায়গা পাওয়া ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
রোহিতের নতুন রেকর্ড
এবারের ওডিআই বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। তিনি ওডিআই বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের মোট রান টপকে গিয়েছেন। ওডিআই বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে সচিন করেন ২,২৭৮ রান। বিশ্বকাপে এই কিংবদন্তির ব্যাটিংয়ের গড় ৫৬.৯৫ এবং স্ট্রাইক রেট ৮৮.৯৮। বিশ্বকাপে ৬টি শতরান এবং ১৫টি করেন সচিন। লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলে সচিনকে টপকে যান রোহিত। তিনি আরও একটি রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন রোহিত।
ভারতীয় ড্রেসিংরুমে সুখের পরিবেশ
১২ বছর পর ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়ে ভারতীয় শিবিরে ফুরফুরে মেজাজ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এই ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের পারস্পরিক শ্রদ্ধা ও সংহতি দেখা গিয়েছে। সেমি-ফাইনালের পর দেখা যায়, ৭ উইকেট নেওয়া মহম্মদ শামির হাতে চুম্বন করছেন রবিচন্দ্রন অশ্বিন। ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন এবারের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া যুজবেন্দ্র চাহাল। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে কিউয়িদের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই কারণে কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে জয় পাওয়ার পর ভারতীয় ক্রিকেট মহলে আবেগ স্পষ্ট। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও ছুঁয়ে যায় আবেগ। কুলদীপ যাদব, শুবমান গিলকে জড়িয়ে ধরেন দ্রাবিড়। বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন ব্যাটিং কোচ রাহুল দ্রাবিড়।
রবিবার বিশ্বকাপ ফাইনাল
২০ বছর পর ফের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ২০০৩ সালে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় ভারত। সেই হারের বদলা নিতে মরিয়া ভারতীয় দল। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই ভারতের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
South Africa Vs Australia: ২০ বছর পর ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
World Cup Final: ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই, কী হয়েছিল ২ দশক আগে?