Saeed Anwar: 'মোদী-সচিনের ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রার্থনা করছি,' ভাইরাল সইদ আনোয়ারের অডিও

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সইদ আনোয়ার খেলা ছাড়ার পর ধর্ম প্রচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু নরেন্দ্র মোদী ও সচিন তেন্ডুলকর সম্পর্কে আনোয়ার বিতর্কিত মন্তব্য করায় বিতর্ক শুরু হয়েছে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ কি ধর্মের বাইরে কিছু ভাবতে পারেন না? ইনজামাম-উল-হকের পর এবার তাঁর সতীর্থ সইদ আনোয়ারের বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর এই আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই ইনজামাম দাবি করেন, এক মৌলানার কথায় প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ভেবেছিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। এবার আনোয়ারের একটি অডিও প্রকাশ্যে এসেছে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমি অমুসলিমদের জন্য প্রার্থনা করছি। আশা করি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ তাঁদের ঠিক পথে পরিচালনা করবেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পরিচালনা করেন। আমি প্রার্থনা করছি, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা-সহ যে সব অমুসলিমদের আমি চিনি, তারা সবাই যেন মুসলিম ধর্ম গ্রহণ করে। এই বেচারারা কেন ইসলামে ধর্মান্তরিত হচ্ছে না?' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনোয়ারের এই অডিও। ২০২১ সালের মার্চে প্রথমবার ইউটিউবে আপলোড করা হয় এই অডিও। এখন এই অডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে। মোদী, সচিন, লারার মতো অমুসলিমদের ধর্মান্তরিত হওয়ার বার্তা দিয়ে বিতর্ক জড়িয়েছেন আনোয়ার।

বিতর্কে ইনজামাম

Latest Videos

কয়েকদিন আগে ইনজামাম বলেন, ‘আমরা একটি ঘর নির্দিষ্ট করে রাখতাম। সেই ঘরে আমরা নমাজ পাঠ করতাম। নমাজের পর মৌলানা তারিক জামিল কিছুক্ষণ আমাদের নানা কথা বলতেন। সেই সময় আমরা ইরফান পাঠান, মহম্মদ কাইফ, জাহির খানদের আমন্ত্রণ জানাতাম। ওদের বলতাম, তোমরা এসে পাকিস্তান দলের সদস্যদের সঙ্গেই প্রার্থনা করো। আরও কয়েকজন খেলোয়াড় আসত। ওরা নমাজ পাঠ করত না। বসে থাকত এবং মৌলানা তারিক জামিল যা বলেন সেসব শুনত। একদিন হরভজন সিং আমাকে বলে, মৌলানার কথা শুনে মনে হচ্ছে উনি যা বলছেন সেটাই করি। সে কথা শুনে আমি ওকে বলি, ওঁর কথা শোনো। তাতে ক্ষতি কী? তখন হরভজন আমাকে বলে, তোমাকে দেখে আমি থমকে যাচ্ছি। জবাবে আমি ওকে বলি, আমাকে দেখে কেন থমকে যাচ্ছো?’

 

 

ইনজামামকে তোপ হরভজনের

ইনজামামের এই বিতর্কিত মন্তব্যের পর তাঁকে তীব্র কটাক্ষ করেছেন হরভজন। তিনি বলেছেন, ‘কোন নেশার বস্তু পান করে কথা বলছো? আমি একজন গর্বিত ভারতীয় ও গর্বিত শিখ। এই ফালতু লোকজন যা খুশি বলে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohammed Shami: 'মরে যাব তবু দেশের সঙ্গে বেইমানি করব না,' ৫ বছর আগে বলেছিলেন শামি, ভাইরাল ভিডিও

India Vs New Zealand: ভারতের সাফল্যে ঈর্ষা চরমে, নতুন অভিযোগ পাকিস্তানের

Harbhajan Singh: 'কোন সস্তার নেশা করে এমন কথা বলে...' ইনজামামকে তোপ হরভজনের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী