Jarvo 69: আর নয়... রবিবারের ঘটনার জের, বিশ্বকাপে নিষিদ্ধ ড্যানিয়েল জার্ভিস

Published : Oct 09, 2023, 02:43 PM ISTUpdated : Oct 09, 2023, 03:25 PM IST
Jarvo 69

সংক্ষিপ্ত

সব জায়গায় বিশৃঙ্খলা, রসিকতা চলে না। বিশেষ করে ওডিআই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তো নয়ই। ড্যানিয়েল জার্ভিসকে সেটা বুঝিয়ে দিল আইসিসি।

বারবার মাঠে নেমে পড়বে, খেলায় বিঘ্ন ঘটাবে, ক্রিকেটারদের বিরক্ত করবে, এটা আর চলবে না। ড্যানিয়েল জার্ভিস ওরফে জার্ভো ৬৯-কে চলতি ওডিআই বিশ্বকাপে নিষিদ্ধ করল আইসিসি। বিশ্বকাপ চলাকালীন আর কোনও স্টেডিয়ামেই ঢুকতে পারবে না সে। রবিবার চিপকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরেই কড়া সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। জার্ভো ৬৯ বারবার মাঠে ঢুকে পড়ায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একজনের মাঠে ঢুকে পড়া যদি মেনে নেওয়া হয়, তাহলে অন্যান্য দর্শকরাও একই দাবি জানাতে পারেন। ফলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই জার্ভো ৬৯-কে নিষিদ্ধ করল আইসিসি। এ বিষয়ে আইসিসি-র এক মুখপাত্র জানিয়েছেন, 'সংশ্লিষ্ট ব্যক্তির বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলিতে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন বিষয়টি ভারতীয় প্রশাসনের হাতে।'

ড্যানিয়েলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা, সে চলচ্চিত্র নির্মাতা, কমেডিয়ান, প্র্যাঙ্ক স্টার। সোশ্যাল মিডিয়ায় সে বেশ জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তা লাভের আশায় ভারতীয় দলের জার্সি পরে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়া মেনে নিচ্ছে না আইসিসি। কারণ, ওডিআই বিশ্বকাপের মঞ্চ ড্যানিয়েলের জন্য উন্মুক্ত থাকতে পারে না। ক্রিকেটার ও আম্পায়ারদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। সেই কারণেই ড্যানিয়েলকে নিষিদ্ধ করার কথা জানাল আইসিসি। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, অতীতে যে ভারতের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছে, সে কীভাবে ভিআইপি-দের জন্য নির্দিষ্ট অঞ্চলে প্রবেশের অনুমতি পেল? ম্যাচ চলাকালীন ক্রিকেটার, আম্পায়ার ও সাপোর্ট স্টাফ ছাড়া কারও মাঠে প্রবেশের অনুমতি পাওয়ার কথাই নয়। কিন্তু তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে মাঠে ঢুকে পড়ল ড্যানিয়েল, সেই প্রশ্নও উঠছে। 

 

 

এই নিয়ে চতুর্থবার ভারতের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল ড্যানিয়েল। তাকে ইংল্যান্ডের যে কোনও মাঠেই চোখে চোখে রাখা হয়। কারণ, ইংল্যান্ডেও ভারতের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছে সে। রবিবার চিপকেও ঢুকে পড়ে সে। তাকে বের করে দিতে নিরাপত্তারক্ষীদের সাহায্য করেন বিরাট কোহলি

২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচ চলাকালীন ট্রেন্ট ব্রিজে মাঠে ঢুকে পড়ে ড্যানিয়েল। পুরোদস্তুর ব্যাটারের মতোই পোশাক ছিল তার পরনে। প্যাড-গ্লাভস-হেলমেট পরে সে ব্যাটিং করার জন্য তৈরি ছিল। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার ভারতেও পৌঁছে গিয়েছে ড্যানিয়েল। যদিও তার অন্যায় আচরণ আর মেনে নিচ্ছে না আইসিসি

আরও পড়ুন-

Virat Kohli: ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি

India Vs Australia: লিগ পর্যায়ের প্রতিটি ম্যাচ আলাদা শহরে, চিন্তায় রোহিত

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?