India Vs Australia: লিগ পর্যায়ের প্রতিটি ম্যাচ আলাদা শহরে, চিন্তায় রোহিত

Published : Oct 09, 2023, 01:46 AM ISTUpdated : Oct 09, 2023, 02:21 AM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

জয় দিয়েই এবারের ওডিআই বিশ্বকাপ শুরু করল ভারতীয় দল। পরের ম্যাচগুলিতে আরও ভালো পারফরম্যান্স দেখানোই বিরাট কোহলি, কে এল রাহুলদের লক্ষ্য।

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলছে ভারতীয় দল। কিন্তু সবচেয়ে বেশি বিমানযাত্রা করতে হচ্ছে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাদেরই। লিগ পর্যায়ে ভারতের প্রতিটি ম্যাচই আলাদা শহরে। পিচ, আবহাওয়া, বাউন্ডারির আকার আলাদা। ফলে বিভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে ভারতীয় দলকে। এটা নিয়ে কিছুটা চিন্তায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর রোহিত বলেছেন, ‘আমাদের দলকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমাদের দলের কাছে বড় চ্যালেঞ্জ। দলের যে সদস্য সংশ্লিষ্ট পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে, তাকেই ভালো পারফরম্যান্স দেখাতে হবে।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বিরাট কোহলি ও কে এল রাহুলকেই কৃতিত্ব দিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। আমাের দল জয় পাওয়ায় খুব ভালো লাগছে। ভালো খেলে এই টুর্নামেন্ট শুরু করলাম আমরা। এই জয় আমাদের কাছে চমকপ্রদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে। এই ম্যাচে আমাদের দলের সবাই খুব ভালো খেলেছে। এই ধরনের পরিবেশ-পরিস্থিতিতে খেলা হলে আমাদের কাজটা কঠিন হয়ে যাবে। আমাদের বোলাররা এই পরিবেশ-পরিস্থিতি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। আমরা জানতাম, এই উইকেট থেকে সবাই সাহায্য পাবে। আমাদের দলের সিমাররা কিছুটা রিভার্স স্যুইং আদায় করে নিয়েছে। স্পিনাররা ভালো জায়গায় বল রেখে গিয়েছে। দলের সবাই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছে।’

অসুস্থতার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি শুবমান গিল। তাঁর পরিবর্তে রোহিতের সঙ্গে ব্যাটিং ওপেন করেন ঈশান কিষান। ৬ বল খেলে ০ রানেই আউট হয়ে যান রোহিত। প্রথম বলেই আউট হয়ে যান ঈশান (০)। ৩ বল খেলে ০ রানেই আউট হয়ে যান শ্রেয়াস আইয়ার। ২ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। সেই সময় মনে হচ্ছিল, হেরে যেতে পারে ভারত। কিন্তু বিরাট ও রাহুলের অসাধারণ পারফরম্যান্সে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।

এই ইনিংস সম্পর্কে রোহিত বলেছেন, ‘আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। কেউ ইনিংসের শুরুটা এভাবে করতে চায় না। অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওরা ভালো জায়গায় বল রেখে গিয়েছে। তবে আমরা কিছু আলগা শটও খেলেছি। টার্গেট খুব বেশি না থাকলে সব দলই পাওয়ার প্লে-তে যত বেশি সম্ভব রান করে নিতে চায়। কিন্তু বিরাট ও কে এল যেভাবে রান তাড়া করেছে, তাতে ওদের কৃতিত্ব দিতেই হবে।’

আরও পড়ুন-

Indian Cricket Team: পরপর ৪ বার জয় দিয়ে ওডিআই বিশ্বকাপ শুরু ভারতের

India Vs Australia: ২ রানে ৩ উইকেট থেকে অসামান্য লড়াই, ভারতকে জেতালেন বিরাট-রাহুল

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে