India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে কাদের দেখা যেতে পারে ভারতীয় দলে?

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে সম্ভবত বদল হতে চলেছে। শুক্রবার সেই ইঙ্গিতই দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে কারা খেলবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি রোহিত।

শনিবারই হয়তো ওডিআই বিশ্বকাপে অভিষেক হতে চলেছে ভারতীয় দলের তরুণ ব্যাটার শুবমান গিলের। কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হলেও, এখন সুস্থ হয়ে উঠেছেন শুবমান। তিনি দলের সবার সঙ্গে অনুশীলনও করেছেন। শুক্রবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে শুবমানের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে খেলেন শুবমান। ফলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। সেখানেই বিশ্বকাপে অভিষেক হতে পারে শুবমানের। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে খেলার স্বপ্ন দেখেন সব ক্রিকেটার। সেই ম্যাচেই অভিষেক হলে ওডিআই বিশ্বকাপে খেলা প্রথম ম্যাচ শুবমানের কাছে স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতকে জেতাতে তৈরি শুবমান।

অসুস্থতার জন্য অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুবমান। তাঁর পরিবর্তে রোহিতের সঙ্গে ব্যাটিং ওপেন করেন ঈশান কিষান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ও ঈশান ০ রানেই আউট হয়ে যান। তবে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেন রোহিত। ভালো ইনিংস খেলেন ঈশানও। তবে এবার শুবমান সুস্থ হয়ে ওঠায় বাদ পড়তে চলেছেন ঈশান। ভারতীয় দলের ব্যাটিং বিভাগে আর কোনও বদলের সম্ভাবনা নেই। ৩ নম্বরে ব্যাটিং করবেন বিরাট কোহলি। পরপর ২ ম্যাচে অর্ধশতরান করেছেন বিরাট। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর রেকর্ড অসাধারণ। শনিবারও বড় স্কোর করতে তৈরি বিরাট। ৪ নম্বরে ব্যাটিং করবেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রানে আউট হয়ে গেলেও, আফগানিস্তানের বিরুদ্ধে খারাপ ব্যাটিং করেননি শ্রেয়াস। ৫ নম্বরে ব্যাটিং করবেন কে এল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ২ রানে ৩ উইকেট হারানোর পর বিরাটের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়েন রাহুল। ফলে ভালো ফর্মে এই উইকেটকিপার-ব্যাটার। ৬ নম্বরে থাকছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অপর এক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও খেলা নিশ্চিত।

Latest Videos

ভারতের বোলিং বিভাগে বদল হতে পারে। টিম ম্যানেজমেন্ট যদি অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়, তাহলে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে খেলার সুবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত মহম্মদ সামি। সেই কারণে শার্দুল ঠাকুরের পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন সামি। জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। কুলদীপ যাদবও খেলবেন।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল হতে পারে এরকম- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি