New Zealand vs Bangladesh: বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে তৃতীয় জয় নিউজিল্যান্ডের

Published : Oct 13, 2023, 09:51 PM ISTUpdated : Oct 13, 2023, 10:50 PM IST
New Zealand

সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের রানার্স নিউজিল্যান্ড। সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছে কেন উইলিয়ামসনের দল।

শুক্রবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল গতবারের রানার্স নিউজিল্যান্ড। টানা ৩ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল। এই নিয়ে ওডিআই বিশ্বকাপে টানা ৬ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। এদিন মূলত বোলিং-ব্যর্থতার জন্যই হেরে গেল বাংলাদেশ। শাকিব আল-হাসানের দলের ব্যাটিং মাঝারি মানের হলেও, বোলিং একেবারেই ভালো হয়নি। ধারে-ভারে নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে। সেটা এদিনের ম্যাচে বারবার বোঝা গেল। এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় এসেছে মাত্র ১ ম্যাচে। ফলে চাপে পড়ে গেলেন শাকিবরা।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪৫ রান করে বাংলাদেশ। সর্বাধিক ৬৬ রান করেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। শাকিব করেন ৪০ রান। ৪১ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। বাকিরা কেউই বড় স্কোর করতে পারেননি। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান লিটন দাস (০)। অপর ওপেনার তানজিদ হাসান করেন ১৬ রান। মেহিদি হাসান মিরাজ করেন ৩০ রান। নাজমুল হোসেন শান্ত মাত্র ৭ রান করেই আউট হয়ে যান। তাওহিদ হৃদয় করেন ১৩ রান। ১৭ রান করেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান করেন ৪ রান। ২ রান করে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের হয়ে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন লকি ফার্গুসন। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন ম্যাট হেনরি। ১৩ রান দিয়ে ১ উইকেট নেন গ্লেন ফিলিপস। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্যান্টনার। 

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের কোনও সমস্যাই হয়নি। ২ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন গতবারের রানার্সরা। ওপেনার র‍্যাচিন রবীন্দ্র ৯ রান করে আউট হয়ে গেলেও, অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ৪৫ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৭৮ রান করে অবসৃত হন উইলিয়ামসন। ৮৯ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। ১৬ রান করে অপরাজিত থাকেন ফিলিপস।

বাংলাদেশের হয়ে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন শাকিব। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজুর।

আরও পড়ুন-

India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে শুবমানের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ, জানালেন রোহিত

India Vs Pakistan: শনিবারই পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছেন বিরাট-রোহিত?

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!