এবারের ওডিআই বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি কবে মাঠে ফিরবেন সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
১৯ অক্টোবর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। সেই চোটের জন্য তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান। এবার জানা গেল, অন্তত ২ মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকা অলরাউন্ডারকে। এর ফলে তাঁর পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে খেলা সম্ভব হবে না। এরপর আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও খেলতে পারবেন না হার্দিক। তাঁর চোট সারানোর জন্য অস্ত্রোপচার করাতে হবে কি না, সে বিষয়ে এখনও কিছু বলেননি চিকিৎসকরা। ফলে এই অলরাউন্ডারকে কবে আবার খেলতে দেখা যাবে, সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। অপেক্ষায় থাকতে হচ্ছে হার্দিককে।
বিশ্রামে সিনিয়ররা
বিসিসিআই সূত্রে খবর, ওডিআই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। রোহিত, বিরাট অবশ্য ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকেই এই ফর্ম্যাটে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। রোহিত অবশ্য জানিয়েছেন, তিনি এখনও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না। তবে এখনও রোহিত, বিরাটকে টি-২০ দলে ফেরানো হচ্ছে না। এই পরিস্থিতিতে হার্দিকও মাঠের বাইরে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতের অধিনায়ক হতে পারেন এশিয়ান গেমসে সোনাজয়ী দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বা রোহিতের সহকারী সূর্যকুমার যাদব।
বিশ্বকাপের পরেও বিশ্রাম নেই
রবিবার, ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনাল। এরপর বৃহস্পতিবার, ২৩ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। ফলে ক্রিকেটারদের বিশ্রাম নেই। প্রথম টি-২০ ম্যাচ বিশাখাপত্তনমে। ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচ তিরুঅনন্তপুরমে। ২৮ নভেম্বর তৃতীয় ম্যাচ গুয়াহাটিতে। ১ ডিসেম্বর চতুর্থ ম্যাচ নাগপুরে এবং ৩ ডিসেম্বর পঞ্চম ম্যাচ বেঙ্গালুরুতে। ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ শুরু হচ্ছে ১০ ডিসেম্বর। বাকি ২ ম্যাচ ১২ ও ১৪ ডিসেম্বর। ওডিআই সিরিজের ৩টি ম্যাচ হবে ১৭ ডিসেম্বর, ১৯ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু হবে সেঞ্চুরিয়নে। ২০২৪ সালের ৩ জানুয়ারি কেপ টাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: স্কুলের সিলেবাসে রোহিত শর্মা, বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ছবি
Virat Kohli: হার্দিক পান্ডিয়ার চোট, ৬ বছর পর ওডিআই ফর্ম্যাটে বোলিং বিরাট কোহলির