Quinton de Kock: চিয়ারলিডার থেকে গৃহকর্ত্রী, কুইন্টন ডি ককের অনুপ্রেরণা স্ত্রী সাশা হার্লি

এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই তিনি চারটি শতরান করে ফেলেছেন। এবারই শেষ ওডিআই বিশ্বকাপ খেলছেন ডি কক। সর্বাধিক রান করে বিদায় নেওয়াই তাঁর লক্ষ্য।

Soumya Gangully | Published : Nov 2, 2023 7:49 PM
18
চিয়ারলিডার ছিলেন কুইন্টন ডি ককের স্ত্রী সাশা হার্লি, মাঠেই তাঁদের আলাপ

২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাইভেল্ড লায়ন্সের ম্যাচে চিয়ারলিডার ছিলেন সাশা হার্লি। সেই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন কুইন্টন ডি কক। ম্যাচ শেষ হওয়ার পর মাঠে ছুটে গিয়ে তাঁকে অভিনন্দন জানান সাশা। সেই মুহূর্ত থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়।

28
প্রথমবার দম বন্ধ করা সুন্দরী সাশা হার্লিকে দেখে মুগ্ধ হয়ে যান কুইন্টন ডি কক

সাশা হার্লি যখন তাঁকে অভিনন্দন জানান, তখন কোনও কথাই বলতে পারেননি কুইন্টন ডি কক। তিনি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন।

38
ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শুরু হয় সাশা হার্লি-কুইন্টন ডি ককের আলাপচারিতা

প্রথম আলাপে কোনও কথা বলতে না পারলেও, ফেসবুক মেসেঞ্জারে সাশা হার্লির মেসেজের জবাব দেন কুইন্টন ডি কক। এরপর শুরু হয় তাঁদের কথাবার্তা।

48
শুরুতে ফোন নম্বর চাইতে ইতস্তত বোধ করলেও, পরে সাশা হার্লিকে প্রেমের প্রস্তাব দেন কুইন্টন ডি কক

সাশা হার্লির সঙ্গে আলাপের শুরুতে কুইন্টন ডি ককের মধ্যে কিছুটা জড়তা ছিল। তবে পরবর্তীকালে তিনি সেই জড়তা কাটিয়ে ওঠেন। ফলে তাঁদের সম্পর্ক এগিয়ে যায়।

58
চার বছর প্রেম করার পর শেষপর্যন্ত সাশা হার্লিকে বিয়ে করেন কুইন্টন ডি কক

২০১২ সালে আলাপ হওয়ার পর ২০১৬ সালে বিয়ে করেন কুইন্টন ডি কক ও সাশা হার্লি। তাঁদের একটি কন্যাসন্তান আছে।

68
কুইন্টন ডি ককের সুন্দরী স্ত্রী সাশা হার্লির নানা শখ আছে, তিনি সেইসব শখ পূরণও করেন

সাশা হার্লি বেড়াতে যেতে ভালোবাসেন, নৌকা চালান, মাছও ধরেন। তিনি কোনও শখ পূরণের ক্ষেত্রেই পিছপা হন না।

78
বিভিন্ন ধরনের সুরার প্রতি বিশেষ অনুরাগ আছে কুইন্টন ডি ককের স্ত্রী সাশা হার্লির

দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের খাদ্যাভ্যাসে সুরার বিশেষ গুরুত্ব আছে। সাশা হার্লিও সুরা বিশেষ পছন্দ করেন। তিনি রাইফেল বা পিস্তল শ্যুটিংও ভালোবাসেন।

88
স্ত্রী সাশা হার্লিই কুইন্টন ডি ককের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন

কুইন্টন ডি কক বরাবরই শান্ত, ভদ্র ক্রিকেটার। সাশা হার্লির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর তিনি আরও নম্বর হয়ে উঠেছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos