South Africa Vs Afghanistan: দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হার, বিশ্বকাপ শেষ আফগানিস্তানের

এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারলেও, আফগানিস্তানের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। দুর্দান্ত পারফরম্যান্স দেখাল হাশমাতুল্লাহ শাহিদির দল।

অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গিয়ে এবারের মতো ওডিআই বিশ্বকাপ অভিযান শেষ করল আফগানিস্তান। ৯ ম্যাচ খেলে হাশমাতুল্লাহ শাহিদির দলের পয়েন্ট ৮। লিগ টেবলে ৬ নম্বরে থাকল আফগানিস্তান। ফলে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন রশিদ খানরা। সেই টুর্নামেন্টে আরও ভালো পারফরম্যান্স দেখানোই আফগানদের লক্ষ্য থাকবে। অন্যদিকে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকল দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা। শীর্ষে থাকা ভারত ৮ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। চলতি ওডিআই বিশ্বকাপে ভারতই একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত।

শেষ ম্যাচেও আফগানিস্তানের লড়াই

Latest Videos

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান আজমাতুল্লাহ ওমরজাই। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। আফগানিস্তানের অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ২৫ রান। অপর ওপেনার ইব্রাহিম জার্দান ১৫ রান করেন। রহমত শাহ করেন ২৬ রান। শাহিদি মাত্র ২ রান করেই আউট হয়ে যান। ইকরাম আলিখিল করেন ১২ রান। মহম্মদ নবি করেন ২ রান। রশিদ করেন ১৪ রান। নূর আহমেদ করেন ২৬ রান। মুজিব-উর-রহমান করেন ৮ রান। ২ রান করে রান আউট হয়ে যান নবীন-উল-হক। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেরাল্ড কোটজি। ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ২৫ রান দিয়ে ২ উইকেট নেন কেশব মহারাজ। ৮.৩ ওভার বোলিং করে ৬৯ রান দিয়ে ২ উইকেট নেন লুঙ্গি এনগিডি। ৭ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন অ্যান্ডিল ফেলুকওয়ায়ো।

দক্ষিণ আফ্রিকার অনায়াস জয়

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৭৬ রান করে অপরাজিত থাকেন র‍্যাসি ভ্যান ডার ডুসেন। কুইন্টন ডি কক করেন ৪১ রান। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ২৩ রান। এইডেন মার্করাম করেন ২৫ রান। ১০ রান করেন হেইনরিখ ক্লাসেন। ডেভিড মিলার করেন ২৪ রান। ৩৯ রান করে অপরাজিত থাকেন ফেলুকওয়ায়ো। আফগানিস্তানের হয়ে ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ। ১০ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন নবি। ১০ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন মুজিব।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sri Lanka cricket: অবাঞ্চিত রাজনৈতিক হস্তক্ষেপ, সাসপেন্ড শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Pakistan Cricket Team: পাকিস্তানের সেমি-ফাইনালে খেলার সুযোগ নেই, স্পষ্ট বললেন হরভজন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury