India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং ভারতের

শনিবার ওডিআই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে দলের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিচার করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

ওডিআই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে দলের সবাইকে দেখে নেওয়া হতে পারে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। এই সিদ্ধান্তের পিছনে বিশেষ কোনও কারণ নেই। এখানে প্রচণ্ড গরম। সেই কারণেই আমরা প্রথমে ব্যাটিং করে নিতে চাইছি। আমাদের বোলাররা যাতে তরতাজা অবস্থায় থাকে এবং কৃত্রিম আলোয় বোলিং করতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই। আশা করি তাতে আমাদের বোলারদের সমস্যা হবে না। আমরা সম্প্রতি অনেক ম্যাচ খেলেছি। বোলাররা যাতে ক্লান্ত না হয়ে পড়ে, সেটা নিশ্চিত করতে চাই।’

রোহিত আরও বলেছেন, ‘ভালো ক্রিকেট খেলে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা সম্প্রতি ৭-৮টি ম্যাচ খেলেছি। ৮ অক্টোবরের ম্যাচের জন্য দলের সবাই তরতাজা অবস্থায় থাকে, সেটা নিশ্চিত করতে চাই আমরা। অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলছি আমরা। দলের সবাই ফিট। সবাই খেলার জন্য তৈরি।’

Latest Videos

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘এবারের বিশ্বকাপ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। তার আগে ভারতে এসে গিয়েছি আমরা। নিজেদের বিশ্বকাপের জন্য তৈরি করে নেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের গুয়াহাটি পৌঁছনোর জন্য দীর্ঘ বিমানযাত্রা করতে হয়েছে। আজ আমরা একটু সতর্ক থাকব। আমাদের দলের সবাই যথেষ্ট অভিজ্ঞ। আমাদের দলের সবাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছে। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে আমরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। আমাদের দলের অনেকেই ভারতে আইপিএল খেলেছে। আজকের ম্যাচ খেলার জন্য সবাই তৈরি। দলের সবাই ফিট। ফলে কোনও সমস্যা নেই।’

এই ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং মিলিয়ে ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি।

ইংল্যান্ড দলে আছেন- ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, রিসি টপলি ও মার্ক উড।

বৃষ্টির জন্য অবশ্য এখনও খেলা শুরু করা সম্ভব হয়নি। এশিয়া কাপ থেকেই ভারতীয় দলকে তাড়া করছে বৃষ্টি। গুয়াহাটিতেও ব্যতিক্রম হচ্ছে না।

আরও পড়ুন-

ICC Men's Cricket World Cup: প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় বাংলাদেশের

ICC Men's Cricket World Cup 2023: প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হার পাকিস্তানের

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today