সংক্ষিপ্ত

সদ্যসমাপ্ত এশিয়া কাপে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। তবে তামিম ইকবালকে নিয়ে বিতর্ক ঝেড়ে ফেলে ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্সই লক্ষ্য বাংলাদেশ দলের।

ওডিআই বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজেই শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছে শ্রীলঙ্কা। গত কয়েক মাসে ওডিআই ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা, পথুম নিশাঙ্করা। এশিয়া কাপ ফাইনালে অবশ্য ভারতের বিরুদ্ধে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধেও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারল না শ্রীলঙ্কা। অন্যদিকে, এশিয়া কাপে ব্যর্থতা, বিশ্বকাপের দলে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিতর্ক সত্ত্বেও প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাল বাংলাদেশ। ফলে বিশ্বকাপে টাইগারদের ভালো পারফরম্যান্সের আশা তৈরি হয়েছে।

শুক্রবারের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বাধিক ৬৮ রান করেন ওপেনার নিশাঙ্ক। অপর ওপেনার কুশল পেরেরা ৩৪ রান করে অবসৃত হন। কুশল মেন্ডিস করেন ২২ রান। ২ রান করে অপরাজিত থাকেন সাদিরা সমরবিক্রমা। চরিত আসালাঙ্কা করেন ১৮ রান। ধনঞ্জয় করেন ৫৫ রান। শনাকা করেন ৩ রান। দিমুথ করুণারত্নে করেন ১৮ রান। দুনিথ ওয়েল্লালাগে করেন ১০ রান। দুশন হেমন্ত করেন ১১ রান। ১৩ রান করে অপরাজিত থাকেন লাহিড়ু কুমারা।

বাংলাদেশের হয়ে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন মাহেদি হাসান। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তানজিম হাসান শাকিব। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল ইসলাম। ৫১ রান দিয়ে ১ উইকেট নেন নাসুম আহমেদ। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মেহিদি হাসান মিরাজ

রান তাড়া করতে নেমে ৪২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান করেন ৮৪ রান। অপর ওপেনার লিটন দাস করেন ৬১ রান। ৬৭ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম বলেই আউট হয়ে যান তাওহিদ হৃদয় (০)। ৩৫ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার হয়ে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন লাহিড়ু। ৫৭ রান দিয়ে ১ উইকেট নেন ওয়েল্লালাগে। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন হেমন্ত।

ওডিআই বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়ক শাকিব আল-হাসানকে ছাড়াই জয় পেয়ে খুশি বাংলাদেশ শিবির।

আরও পড়ুন-

ICC Men's Cricket World Cup 2023: প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হার পাকিস্তানের

India Vs Pakistan: 'শত্রু দেশে খেলতে গিয়েছে দল,' বেফাঁস মন্তব্যের পর সাফাই পিসিবি চেয়ারম্যানের

Indian Cricket Team : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে ভারতীয় দল