ICC Men's T20 World Cup: ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতার ১৭ বছর পর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। সেই জয়ের পর এক বছর কেটে গেল।
ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বিখ্যাত ২৫ জুন, গত বছর থেকে ২৯ জুনও স্মরণীয় হয়ে গিয়েছে
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। রবিবার সেই জয়ের প্রথম বর্ষপূর্তি।
210
১৭ বছর আগে তরুণ খেলোয়াড় হিসেবে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক হয়ে খরা কাটান রোহিত শর্মা
২০০৭ সালে ভারতীয় দল যখন প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, সেই দলে ছিলেন রোহিত শর্মা। ১৭ বছর পর তাঁর নেতৃত্বে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে ভারতীয় দল।
310
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচ ভারতকে জয় এনে দেয়
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল হেরে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচের শেষ ওভারে বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে ভারতকে স্মরণীয় জয় এনে দেন সূর্যকুমার যাদব।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করে জয় পায় ভারত
টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারতীয় দল। জবাবে ৮ উইকেটে ১৬৯ রান করেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল।
510
ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জিতে এক দশকের আইসিসি ট্রফির খরা কাটাতে সক্ষম হয়
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এক দশক আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে খরা কাটান রোহিত শর্মারা।
610
দক্ষিণ আফ্রিকা রান তাড়া করার সময় চাপ তৈরি করলেও, জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬২ রান করেন হেইনরিক ক্লাসেন। কুইন্টন ডি কক করেন ৩৯ রান। ট্রিস্টান স্বাবস ৩১, ডেভিড মিলার ২১ রান করেন। তবে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
710
টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা
ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। পরে রবীন্দ্র জাডেজাও অবসর ঘোষণা করেন।
810
মাঠে ও মাঠের বাইরে খারাপ সময় কাটিয়ে প্রত্যাবর্তন ঘটান হার্দিক পান্ডিয়া
টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। বোলিং করতে যান হার্দিক পান্ডিয়া। তিনি ভারতীয় দলের জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন।
910
শেষ ওভারে জোড়া ক্যাচ নিয়ে ভারতীয় দলকে জয় এনে দেন সূর্যকুমার যাদব
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলার ছাড়াও কাগিসো রাবাডার ক্যাচ নেন সূর্যকুমার যাদব।
1010
টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর মুম্বইয়ে অভূতপূর্ব অভ্যর্থনা পায় ভারতীয় দল
টি-২০ বিশ্বকাপ জিতে প্রথমে দিল্লিতে নামে ভারতীয় দল। তারপর মুম্বইয়ে যান ক্রিকেটাররা। সেখানে সংবর্ধনার ব্যবস্থা করা হয়।