India Vs Canada: ফ্লোরিডার আবহাওয়া কেমন? ম্যাচ ভেস্তে গেলে সমস্যায় পড়বে ভারত?

Published : Jun 15, 2024, 04:51 PM ISTUpdated : Jun 15, 2024, 05:11 PM IST
Indian Team Practice

সংক্ষিপ্ত

ক্রিকেটপ্রেমীরা দাবি জানালেও, ফ্লোরিডা থেকে টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি আইসিসি। ফলে ভারত-কানাডা ম্যাচ হওয়া নিয়েও সংশয় রয়েছে।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছে। শনিবার সেই ফ্লোরিডাতেই ভারত-কানাডা ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচ কি হবে? আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আশার আলো দেখাচ্ছে না। শনিবারও ফ্লোরিডায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে সাড়ে ১০টায়। সেই সময়ও ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। ম্যাচ যত এগোবে ততই বৃষ্টির আশঙ্কা কমে যাবে। কিন্তু ভারী বৃষ্টির জেরে ম্যাচ শুরু করাই সমস্যার। আউটফিল্ড ভিজে থাকলে ম্যাচ শুরু করা সম্ভব নয়। রোদের দেখা পাওয়ার আশা নেই। ফলে আউটফিল্ড ম্যাচ শুরু করার উপযোগী হয়ে উঠবে কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের পরিকাঠামো উন্নত নয়। ফলে দ্রুত আউটফিল্ড শুকনো করে তুলতে পারবেন না মাঠকর্মীরা। সবমিলিয়ে ভারত-কানাডা ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

ম্যাচ না হলে ভারতীয় দলের সমস্যা হবে?

চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে প্রথম ৩ ম্যাচই জিতে যাওয়ায় ইতিমধ্যেই সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে শনিবার ভারত-কানাডা ম্যাচ বৃষ্টি, ভেজা আউটফিল্ডের জন্য ভেস্তে গেলেও সমস্যা নেই। সেক্ষেত্রে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই থাকবেন রোহিত শর্মারা। তবে ভারতীয় দলে চাইছে ম্যাচ হোক। গ্রুপে সব ম্যাচেই জয় পেলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে সুপার এইটে খেলতে নামবে ভারত।

ফ্লোরিডা থেকে কেন ম্যাচ সরাল না আইসিসি?

ফ্লোরিডায় ভারী বৃষ্টি ও হড়পা বানের পূর্বাভাস ছিল। তা সত্ত্বেও এখানেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে যায়নি আইসিসি। এর ফলেই শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারতের ম্যাচও ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shubman Gill: ভারতীয় ক্রিকেট দলে ফাটল? শুবমান গিলের বাদ যাওয়াতে সামনে এল বিস্ফোরক খবর

Shakib Al Hasan: 'কে বীরেন্দ্র সেহবাগ?' কিংবদন্তি ব্যাটারকে তাচ্ছিল্য শাকিব আল-হাসানের

Rohit Sharma: 'এখানে খেলা সহজ নয়, স্বস্তি পেলাম', সুপার এইট নিশ্চিত হওয়ার পর বললেন রোহিত

PREV
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি
আইপিএল ২০২৬: পদপিষ্টের ঘটনার পরেও চিন্নাস্বামীতে হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি?