পৃথ্বী শ, ঈশান কিষানের পথেই শুবমান গিল? ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারের বিরুদ্ধেও এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠল। নিজেকে সংশোধন করতে না পারলে কেরিয়ার নিয়ে বিপদে পড়বেন শুবমান।
ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কি এবার সরাসরি সংঘাতে জড়িয়েছেন শুবমান গিল? তিনি ইনস্টাগ্রামে রোহিতকে আনফলো করেছেন বলে জানা গিয়েছে। শুবমানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে। শৃঙ্খলাভঙ্গের জন্যই এই তরুণ ব্যাটারকে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে ছিলেন না শুবমান। রিঙ্কু সিং ও আবেশ খানের মতোই শুবমানকেও রিজার্ভ দলে রাখা হয়। তিনি দলের সবার সঙ্গে নিউ ইয়র্কে যান। কিন্তু ম্যাচের সময় দলের বাকিদের সঙ্গে স্টেডিয়ামে দেখা যায়নি শুবমানকে। তিনি বেশিরভাগ সময়ই ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এই কারণেই শুবমানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। শুক্রবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হচ্ছে ভারত। এরপর সুপার এইট পর্যায়ের ম্যাচ আছে। কিন্তু এই সময় দলের সঙ্গে থাকছেন না শুবমান।
প্রতিভার প্রতি অবিচার করছেন শুবমান?
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। তিনি ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা হয়ে উঠেছেন। আইপিএল-এ গুজরাট টাইটানসের অধিনায়ক হয়েছেন এই তরুণ ব্যাটার। কিন্তু আইপিএল-এ তিনি সাফল্য পাননি। এরপর জাতীয় দলেও জায়গা হারিয়েছেন। ফলে এই প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন উঠছে। পৃথ্বী শ, ঈশান কিষানের মতো তরুণ ব্যাটাররাও শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। শুবমানও একই পথে হাঁটলে নিজের প্রতিভার প্রতি অবিচার করবেন।
ভবিষ্যতে জাতীয় দলে ফিরবেন শুবমান?
টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দল পরপর সিরিজ খেলবে। তারপর ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুবমান যদি শৃঙ্খলাজনিত সমস্যা এবং অধিনায়কের সঙ্গে সংঘাত মিটিয়ে নিতে পারেন, তাহলে জাতীয় দলে জায়গা ফিরে পেতে পারেন। না হলে তিনিও অনেক প্রতিভাবান ক্রিকেটারের মতোই হারিয়ে যাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rohit Sharma: 'এখানে খেলা সহজ নয়, স্বস্তি পেলাম', সুপার এইট নিশ্চিত হওয়ার পর বললেন রোহিত
United States Vs India: আর্শদীপ-সূর্যকুমারের দুরন্ত পারফরম্যান্স, আমেরিকাকে হারিয়ে সুপার এইটে ভারত
India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?