ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকছেন? কীভাবে দেখা যাবে?

Published : Jun 01, 2024, 06:07 PM ISTUpdated : Jun 01, 2024, 06:17 PM IST
t20 world cup trophy

সংক্ষিপ্ত

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে হচ্ছে টি-২০ বিশ্বকাপ।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোরবেলা শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে টি-২০ বিশ্বকাপ। প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রথম ম্যাচে টসের ১০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে কতক্ষণের অনুষ্ঠান হবে বা কারা এই অনুষ্ঠানে থাকবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে রবিবার ভোর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

টি-২০ বিশ্বকাপে জোড়া উদ্বোধনী অনুষ্ঠান

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় না হলেও, একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজে এখনও সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় জর্জটাউনের গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আগে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে। রবিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকবেন ত্রিনিদাদের গায়ক ডেভিড রাডার ও এরফান আলভেজ। এছাড়া থাকবেন চাটনি মিউজিক তারকা রবি বি, ডিজে অ্যানা, আলট্রা।

 

 

কীভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?

ভারতে এবারের টি-২০ বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ম্যাচের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ভারতে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের লাইভ স্ট্রিমিং সরাসরি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ফলে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে হলে রবিবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে ভারতীয়দের। এরপর দ্বিতীয় ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে হলে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup: কখন, কীভাবে দেখা যাবে ভারত-বাংলাদেশ ওয়ার্ম-আপ ম্যাচ?

Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও

ICC Men's T20 World Cup: এবারই হয়তো শেষ, টি-২০ বিশ্বকাপে আর দেখা যাবে না এই তারকাদের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের
আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?