Gautam Gambhir: 'গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হলে ভালো,' বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Published : Jun 01, 2024, 03:22 PM ISTUpdated : Jun 01, 2024, 03:43 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারতীয় দলের কোচ বদল হচ্ছে। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে গৌতম গম্ভীরের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বাড়ছে।

প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের টি-২০ বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন তাঁর অপর এক প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্ত হিসেবে গম্ভীরের নাম নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিসিসিআই সূত্রে খবর, সর্বসম্মতিক্রমে গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন, ‘আমি ভারতীয় কোচ নিয়োগ করার পক্ষে। গম্ভীর যদি জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন জানিয়ে থাকে, তাহলে ও ভালো কোচ হবে।’

গম্ভীরই জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন?

সদ্যসমাপ্ত আইপিএল-এর মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স ছেড়ে ভারতীয় দলের প্রধান কোচ হতে পারেন গম্ভীর। কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর এ বিষয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। শুধু কেকেআর কর্ণধার শাহরুখ খানের আপত্তি না থাকলেই গম্ভীরের জাতীয় দলের প্রধান কোচ হওয়া নিশ্চিত বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে আলাদা কথা বলতে দেখা গিয়েছে বিসিসিআই সচিব জয় শাহকে। তিনি প্রকাশ্যে বলেছেন, কোনও ভারতীয়কেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে চান। সেক্ষেত্রে গম্ভীরই প্রথম পছন্দ। ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ জিতেছেন এই প্রাক্তন ব্যাটার। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। কোচিংয়ের অভিজ্ঞতা সেভাবে না থাকলেও, কেকেআর-এর মেন্টর হিসেবে দুর্দান্ত কাজ করেছেন গম্ভীর। এই কারণেই তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে।

কবে জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা?

দ্রাবিড়ের পরবর্তী প্রধান কোচের নাম কবে ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই হয়তো নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Gautam Gambhir: কেকেআর ছেড়ে জাতীয় দলের কোচ হচ্ছেন গম্ভীর, দাবি বিসিসিআই সূত্রে

Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও

ICC Men's T20 World Cup: এবারই হয়তো শেষ, টি-২০ বিশ্বকাপে আর দেখা যাবে না এই তারকাদের

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?