Babar Azam: ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়ছেন? কী সিদ্ধান্ত বাবর আজমের?

Published : Jun 17, 2024, 04:01 PM ISTUpdated : Jun 17, 2024, 04:30 PM IST
Babar Azam

সংক্ষিপ্ত

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর এবারের টি-২০ বিশ্বকাপেও চূড়ান্ত ব্যর্থ হল পাকিস্তান। গ্রুপ থেকেই ছিটকে গিয়েছেন বাবর আজমরা। এই ব্যর্থতার পর তীব্র সমালোচনা চলছে।

এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে নিজে থেকে সরে যেতে নারাজ অধিনায়ক বাবর আজম। তিনি অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেই ছেড়ে দিচ্ছেন। বাবর বলেছেন, ‘আমি যখন অধিনায়কত্ব ছেড়েছিলাম, তখন মনে হয়েছিল, অধিনায়কত্ব করা উচিত নয়। সেই কারণেই আমি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম। সে কথা আমি নিজেই ঘোষণা করেছিলাম। তারপর যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে ফের অধিনায়ক করে, তখন সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। আমি যখন দেশে ফিরব, তখন আমরা সব বিষয়ে সবিস্তারে আলোচনা করব। আমাকে যদি অধিনায়কত্ব ছাড়তে হয়, তাহলে প্রকাশ্যে সেই সিদ্ধান্তের কথা জানাব। আমি পর্দার আড়ালে থেকে কোনও ঘোষণা করব না। যা হবে সে সবই আপনাদের সামনে হবে। কিন্তু এখনও আমি অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কিছু ভাবিনি। পিসিবি-ই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

ব্যক্তিগতভাবে দায় নিতে নারাজ বাবর

এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা প্রসঙ্গে বাবর আরও বলেছেন, 'আপনারা সবাই যতটা হতাশ, আমরা তার চেয়েও বেশি হতাশ। আমাদের খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে কোনও একজন খেলোয়াড়ের জন্য আমরা হেরে যাইনি। কোনও একজন খেলোয়াড় কী করেছে, তার জন্য এই ফল হয়নি। দল হিসেবে আমরা হেরে গিয়েছি। আমাদের হাতে যখন ম্যাচ ছিল, আমরা উইকেট হারিয়ে বসি। এর ফলে আমরা দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাই। আমরা এগিয়ে যাচ্ছিলাম। অন্য দলের উপর চাপ ছিল। কিন্তু সেখান থেকে আমরা হেরে যাই।'

অধিনায়কত্ব হারাতে পারেন বাবর

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে এখন তোলপাড় চলছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বাবরের তীব্র সমালোচনা করছেন। বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠছে। তবে পিসিবি-র পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan Vs Ireland: দুর্বল আয়ারল্যান্ডকে হারাতেও কালঘাম ছুটল, লজ্জার টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তানের

Pakistan Cricket Team: কী কারণে টি-২০ বিশ্বকাপে ভরাডুবি পাকিস্তানের? উঠে আসছে বিস্ফোরক তথ্য

Azam Khan: পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ফিরবেন না আজম খান! কারণ কী?

PREV
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?