ICC Men's T20 World Cup: সুপার এইটে কবে, কাদের বিরুদ্ধে ম্যাচ ভারতের?

সোমবারই চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। বুধবার শুরু হবে সুপার এইট পর্যায়ের ম্যাচ। সুপার এইট পর্যায়ে কোন দলগুলি খেলবে, তা সোমবার চূড়ান্ত হয়ে গিয়েছে।

এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইটে কোন দলগুলি খেলবে, তা সোমবার ঠিক হয়ে গেল। গ্রুপ এ থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ বি থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গ্রুপ সি থেকে সুপার এইটে খেলছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডি থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। সুপার এইট পর্যায়ে গ্রুপ ১ ও গ্রুপ ২ মিলিয়ে মোট ১২টি ম্যাচ হবে। এই ম্যাচগুলি হবে অ্যান্টিগা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্টে।

কবে সুপার এইটের ম্যাচ খেলবে ভারত?

Latest Videos

সুপার এইট পর্যায়ে ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে। এই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এরপর শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ। আগামী সোমবার সুপার এইট পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। ২৬ জুন টি-২০ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল। ২৭ জুন টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল। এরপর ২৯ জুন টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল।

আবহাওয়া নিয়ে আশঙ্কায় ভারত

সুপার এইটে ভারত যে ৩ ম্যাচ খেলবে, সেই ম্যাচগুলির দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গ্রুপ পর্যায়ে ভারত-কানাডা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তাতে রোহিত শর্মাদের কোনও সমস্যা হয়নি। কিন্তু সুপার এইট পর্যায়ে কোনও ম্যাচ ভেস্তে গেলে সমস্যায় পড়ে যাবে ভারতীয় দল। বৃহস্পতিবার ভারত-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস ১০ শতাংশ। এরপর শনিবার ভারত-বাংলাদেশ ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস ২০ শতাংশ। আগামী সোমবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস ৫০ শতাংশ। ফলে নিজেদের প্রস্তুতির পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসের দিকেও নজর রাখতে হচ্ছে ভারতীয় দলকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Bangladesh Vs Nepal: নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ, ভারতের সঙ্গে ম্যাচ কবে?

Pakistan Vs Ireland: দুর্বল আয়ারল্যান্ডকে হারাতেও কালঘাম ছুটল, লজ্জার টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তানের

Pakistan Cricket Team: কী কারণে টি-২০ বিশ্বকাপে ভরাডুবি পাকিস্তানের? উঠে আসছে বিস্ফোরক তথ্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি