ICC Men's T20 World Cup: এবারই হয়তো শেষ, টি-২০ বিশ্বকাপে আর দেখা যাবে না এই তারকাদের

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর দীর্ঘদিন এই ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলেননি রোহিত শর্মা, বিরাট কোহলি। তবে তাঁরা এবারের টি-২০ বিশ্বকাপে খেলছেন।

এবারের টি-২০ বিশ্বকাপের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে বিদায় জানাতে পারেন ভারত ও অন্যান্য দেশের কয়েকজন তারকা। এই তালিকায় যেমন বিরাট কোহলি, রোহিত শর্মার নাম আছে, তেমনই আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, শাকিব আল-হাসানের। প্রত্যেকেই টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। বিরাট-রোহিতরা এবারই শেষ টি-২০ বিশ্বকাপ খেললে এই টুর্নামেন্ট জৌলুস হারাবে। ভবিষ্যতে ভারতীয় দলেও তরুণ ক্রিকেটাররা এই তারকাদের জায়গা নেওয়ার চেষ্টা করবেন। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও হয়তো এবারই শেষ টি-২০ বিশ্বকাপ খেলতে নামছেন। ভবিষ্যতে তাঁর অভাবও অনুভব করবে ভারতীয় দল।

প্রথম টি-২০ বিশ্বকাপ থেকেই খেলছেন রোহিত

Latest Videos

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। তিনি এবারও ভারতীয় দলের অধিনায়ক। শুধু রোহিত ও শাকিবই এখনও পর্যন্ত প্রতিটি টি-২০ বিশ্বকাপে খেলেছেন। এই দুই তারকাই সম্ভব এবারের টি-২০ বিশ্বকাপে শেষবার খেলছেন। রোহিতের বয়স এখন ৩৭ বছর। তিনি ২০২৬ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপে হয়তো খেলবেন না। বিরাটের বয়স ৩৫ বছর। তবে এই তারকা ব্যাটারও ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলবেন না বলেই মনে করছে ক্রিকেট মহল। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সফলতম ব্যাটার বিরাট। রোহিতও টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাই রোহিত-বিরাটের লক্ষ্য।

শেষ টি-২০ বিশ্বকাপ ওয়ার্নারের

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ওয়ার্নার ঘোষণা করেছেন, এবারের টি-২০ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। ইতিমধ্যেই ওডিআই, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই তারকা। এবারের টি-২০ বিশ্বকাপ খেলে এই ফর্ম্যাট থেকেও সরে যাচ্ছেন তিনি। কেরিয়ারের শেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে খেলতে নামছেন এই বাঁ হাতি ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T20 WC: 'গোটা স্টেডিয়াম উড়িয়ে দেব'! ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, মিলল ভিডিও

টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বিস্ফোরক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

আসছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, আমেরিকায় দলের সঙ্গে কবে যোগ দিচ্ছেন বিরাট?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari