টি-২০ বিশ্বকাপের আগে ভালো খবর, আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বহাল

Published : Dec 12, 2025, 09:12 PM IST
Jiostar

সংক্ষিপ্ত

ICC-JioStar Deal: ভারতে ক্রিকেট ম্যাচ সম্প্রচার কোনওদিনই অলাভজনক নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ার রমরমার যুগে তো নয়ই। এই কারণেই আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বাতিলের খবর নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে এই চুক্তি বহাল থাকছে।

DID YOU KNOW ?
সম্প্রচার সমস্যা মিটল
জিওস্টারের সঙ্গে আইসিসি-র সমস্যা মিটে গিয়েছে। ফলে টি-২০ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সমস্যা নেই।

ICC Men's T20 World Cup 2026: ক্রিকেটপ্রেমীদের চিন্তার কোনও কারণ নেই। জিওস্টারেই দেখা যাবে ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জিওস্টারের সঙ্গে চার বছরের চুক্তি বহাল থাকছে। এই চুক্তি থেকে সরে আসছে না জিওস্টার। সম্প্রতি শোনা যাচ্ছিল, ক্রিকেট খেলা দেখিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে জিওস্টার। এই কারণে তারা আইসিসি-র সঙ্গে চুক্তি থেকে সরে আসছে। কিন্তু আইসিসি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তি বহাল থাকছে। ভারতে ভবিষ্যতে যে সব আইসিসি ইভেন্ট হতে চলেছে, সেগুলি সম্প্রচার করবে জিওস্টার। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় (Sri Lanka) হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট সম্প্রচার করবে জিওস্টার।

২০২৭ পর্যন্ত আইসিসি-জিওস্টার চুক্তি

আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতে আইসিসি-র মিডিয়া রাইটস চুক্তি নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে অবগত আইসিসি ও জিওস্টার। এই প্রতিবেদনে কোনও সংস্থারই অবস্থান প্রতিফলিত হয়নি। আইসিসি ও জিওস্টারের মধ্যে যে চুক্তি আছে, তা বহাল থাকছে। ভারতে আইসিসি-র অফিসিয়াল মিডিয়া রাইটস পার্টনার হিসেবে থাকছে জিওস্টার। আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বাতিল হওয়া সংক্রান্ত যে কোনও খবর ভুল।'

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু

কয়েকদিন আগে টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। এরই মধ্যে জিওস্টারের চুক্তি বাতিলের খবর নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে। দর্শক, বিজ্ঞাপনদাতা ও সহযোগী বাণিজ্যিক সংস্থাগুলির উপর কোনও প্রভাব পড়েনি। আইসিসি ও জিওস্টারের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। ফলে সম্প্রচার, বাণিজ্য নিয়ে কোনও সমস্যা নেই। ভারতে টি-২০ বিশ্বকাপ সম্প্রচার করবে জিওস্টার। এই সংস্থার সঙ্গে একযোগে ২০২৭ সাল পর্যন্ত কাজ করবে আইসিসি। এই সময়ের মধ্যে সম্প্রচার নিয়ে কোনও সমস্যা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র সঙ্গে চুক্তি জিওস্টারের।
২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বহাল থাকছে। ফলে ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার নিয়ে সমস্যা নেই।
Read more Articles on
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি
আইপিএল ২০২৬: পদপিষ্টের ঘটনার পরেও চিন্নাস্বামীতে হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি?