
ICC Men's T20 World Cup 2026: ক্রিকেটপ্রেমীদের চিন্তার কোনও কারণ নেই। জিওস্টারেই দেখা যাবে ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জিওস্টারের সঙ্গে চার বছরের চুক্তি বহাল থাকছে। এই চুক্তি থেকে সরে আসছে না জিওস্টার। সম্প্রতি শোনা যাচ্ছিল, ক্রিকেট খেলা দেখিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে জিওস্টার। এই কারণে তারা আইসিসি-র সঙ্গে চুক্তি থেকে সরে আসছে। কিন্তু আইসিসি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তি বহাল থাকছে। ভারতে ভবিষ্যতে যে সব আইসিসি ইভেন্ট হতে চলেছে, সেগুলি সম্প্রচার করবে জিওস্টার। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় (Sri Lanka) হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট সম্প্রচার করবে জিওস্টার।
আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতে আইসিসি-র মিডিয়া রাইটস চুক্তি নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে অবগত আইসিসি ও জিওস্টার। এই প্রতিবেদনে কোনও সংস্থারই অবস্থান প্রতিফলিত হয়নি। আইসিসি ও জিওস্টারের মধ্যে যে চুক্তি আছে, তা বহাল থাকছে। ভারতে আইসিসি-র অফিসিয়াল মিডিয়া রাইটস পার্টনার হিসেবে থাকছে জিওস্টার। আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বাতিল হওয়া সংক্রান্ত যে কোনও খবর ভুল।'
কয়েকদিন আগে টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। এরই মধ্যে জিওস্টারের চুক্তি বাতিলের খবর নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে। দর্শক, বিজ্ঞাপনদাতা ও সহযোগী বাণিজ্যিক সংস্থাগুলির উপর কোনও প্রভাব পড়েনি। আইসিসি ও জিওস্টারের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। ফলে সম্প্রচার, বাণিজ্য নিয়ে কোনও সমস্যা নেই। ভারতে টি-২০ বিশ্বকাপ সম্প্রচার করবে জিওস্টার। এই সংস্থার সঙ্গে একযোগে ২০২৭ সাল পর্যন্ত কাজ করবে আইসিসি। এই সময়ের মধ্যে সম্প্রচার নিয়ে কোনও সমস্যা নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।