
Syed Mushtaq Ali Trophy 2025: শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ বোলিং করলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) হয়ে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করলেন এই অলরাউন্ডার। তিনি ম্যাচের তৃতীয় ওভারের শেষ তিন বলে হর্ষ গাওলি (Harsh Gawli), হরপ্রীত ভাটিয়া (Harpreet Bhatia) ও রজত পতিদারকে (Rajat Patidar) আউট করেন। এই ম্যাচে তিন ওভার বোলিং করে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন নীতীশ। কিন্তু তাঁর হ্যাটট্রিকের পরেও এই ম্যাচে হেরে গেল অন্ধ্রপ্রদেশ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.১ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় অন্ধ্র। এরপর নীতীশের হ্যাটট্রিকের সুবাদে তিন ওভারের মধ্যে ১৪ রানে তিন উইকেট খুইয়ে বসে মধ্যপ্রদেশ। কিন্তু তারপরেও তারা জয় পেল।
ভারতীয় দল এখন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টি-২০ সিরিজ খেলছে। নীতীশ অবশ্য এই সিরিজে ভারতীয় দলে নেই। তিনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। ফলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন নীতীশ। এই অলরাউন্ডারের আশা এখনও শেষ হয়ে যায়নি। তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো করছেন। শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২৫ রান করেন এই অলরাউন্ডার।
কয়েকদিন পরেই আইপিএল ২০২৬-এর নিলাম (IPL 2026 Mini Auction) হতে চলেছে। তার আগে শুক্রবার বড় রান করতে ব্যর্থ হলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। অন্ধ্রের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৮ বল খেলে ২২ রান করে আউট হয়ে যান তিনি। তবে ভালো ব্যাটিং করেন ঋষভ চৌহান (Rishabh Chouhan) ও রাহুল বাথাম (Rahul Batham)। ঋষভ ৪৭ রান করেন। রাহুল ৩৫ রান করে অপরাজিত থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।